বাজেটে মহিলাদের উন্নয়ন

ডেস্ক: চলতি বছর মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা নির্মলা সীতারামণের। মহিলাদের জন্য আনা হল এই স্বল্পসঞ্চয় প্রকল্প। অর্থমন্ত্রী জানান, এই স্কিমে ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫ শতাংশ। যার নাম নাম ‘মহিলা সম্মানপত্র’। এর ফলে যে সমস্ত মহিলাদের আয় বেশি নয় তাঁরাও সঞ্চয়ে উদ্যোগী হবেন। ফলে নিজস্ব ক্যাপিটাল বৃদ্ধি পাবে মহিলারা। পাশাপাশি মহিলাদের উন্নয়নেও এই প্রকল্প সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এ বছরই ন’টি রাজ্যে বিধানসভার ভোট । সেই ভোটের দিকে তাকিয়েই যে কেন্দ্র বাজেট সাজিয়েছে, তা বলাই বাহুল্য। লোকসভা ভোটের দিকে তাকিয়েই নরেন্দ্র মোদি মহিলাদের উন্নয়নের কথাও মাথায় রেখেছেন। আদিবাসী জনজাতি, মুসলিম ভোটের পাশাপাশি এবার বিজেপির লক্ষ্য মহিলা ভোটও।

উল্লেখ্য, সিনিয়র সিটিজেনদের জন্য নতুন কী থাকছে বাজেটে?

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে
পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে
জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

আয় করে কী পরিবর্তন?
৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর
৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর
৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ আয়কর
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ আয়কর
১৫ লক্ষের বেশি টাকা আয়ে ৩০ শতাংশ আয়কর

২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করা হচ্ছে। এই বাজেটে এমন নীতি নেওয়া হয়েছে যাতে উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সেখানে বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সেরে রওনা দেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *