বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই মূল্যবৃদ্ধি দুধের

ডেস্ক: এক ধাক্কায় অনেকটা দাম বাড়লো আমূল এর। সাধারণ বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই মূল্যবৃদ্ধি। বাজেট পেশের ২ দিনের মধ্যেই বাড়তে চলেছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল। গ্রাহকদের কাছে এটি একটি বড় ধাক্কা। আমুল পাউচে বিক্রি করা দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে। আমুলের তরফ থেকে দাম বাড়ানোর পর এখন অন্য কোম্পানিগুলোরও দুধের দাম বাড়ানোর আশঙ্কা বেড়েছে। শুক্রবার সকালে আমুলের এই বার্তা চমকে দেয়।

জারি করা নতুন তালিকায়-
আমুল ফ্রেশ ৫০০ মিলি ২৭ টাকা
আমুল ফ্রেশ ১ লিটার ৫৪ টাকা
আমুল ফ্রেশ ২ লিটার ১০৮ টাকা
আমুল ফ্রেশ ৬ লিটার ৩২৪ টাকা
আমুল ফ্রেশ ১৮০ মিলি ১০ টাকা
আমুল গোল্ড ৫০০ মিলি ৩৩
আমুল গোল্ড ১ সি ৬৬ টাকা
আমুল গোল্ড ৬ লিটার ৩৯৬ টাকা
আমুল গরুর দুধ ৫০০ মিলি ২৮ টাকা
আমুল গরুর দুধ ১ লিটার ৫৬ টাকা
আমুল A2 মহিষের দুধ ৫০০ মিলি ৩৫ টাকা
আমুল A2 মহিষের দুধ ১ লিটার ৭০ টাকা
আমুল A2 মহিষের দুধ ৬ লিটার ৪২০ টাকা

এর আগে ২০২২ সালের মার্চ মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল। এরপর ২০২২ সালের ১৫ অক্টোবর দুধের দাম বাড়ানো হয়। আজ অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, ২০২৩ -এ দুধের দাম আবারও বেড়েছে। ভারতীয় পরিবারে একরত্তি থেকে বৃদ্ধ, সকলের খাদ্য তালিকায় কোনও না কোনও ভাবে থাকে দুধ। তাই এই দাম বৃদ্ধি জনগণের রোজকার বাজেটকে প্রভাবিত করবে নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *