শুভেন্দু অধিকারী নাম না নিয়ে বলেন মুখ্যমন্ত্রী একজন নকল হিন্দু

ডেস্ক: বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তীক্ষ্ণ খনন করেছেন।

হাওড়া স্টেশনের বাইরে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের একটি আঞ্চলিক দল। নির্বাচনের আগে দলটি সেখানকার মানুষের কাছ থেকে সাড়া পেয়েছে। জোটের শরিক সমাজবাদী পার্টিও চলে গেছে। অখিলেশ যাদবকে আগে নিজের বাড়ির যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। অখিলেশ যাদব তার পরিবারের সদস্যদের এক ছাতার তলায় আনতে পারেননি, তবে তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করছেন।

 

আরও কটাক্ষ করে তিনি বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করেছে তাদের কী হয়েছিল তা সবাই জানে। তারা একসঙ্গে চা খাবে। সিবিআই এবং ইবিকে কীভাবে মোকাবেলা করতে হবে তা আলোচনা করুন। কিছুতেই কাজ হবে না। তিনি আরো অভিযোগ করেন যে অখিলেশ যাদবের বাবা মুলালাম সিং যাদব কর সেবকদের উপর গুলি চালিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নকল হিন্দু। তাই মানুষ তাকে বিশ্বাস করে না। 2024 সালের জানুয়ারিতে উত্তরপ্রদেশে রাম মন্দির স্থাপিত হবে। আর এবার বাংলার রাম নবমী উৎসবে প্রায় এক কোটি মানুষ অংশ নেবেন বলে দাবি করেন তিনি। তাতে প্রায় 10,000 মিছিল বের করা হবে।