২৯শে মার্চ ছাত্র-যুব সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস

ডেস্ক: ছাত্র-যুব সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস ২৯শে মার্চ । ইতিমধ্যেই এই সমাবেশ সফল করতে প্রচারে ঝঁপিয়ে পড়েছে শাসক দলের যুব ও ছাত্র ইউনিট।  যে সমস্ত সমস্যাকে সামনে রেখে তারা এই সমাবেশ করছে তা হল, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, প্রতি পদে বাংলার সরকারকে নানাভাবে বঞ্চনা করা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের প্রতি কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার, কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া, জ্বালানি, পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই সমাবেশ হবে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে।

এই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন ২৮ অগাস্ট ছাত্র সমাবেশ আয়োজন করত তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই যুব দের ব্যানারে হয় তৃণমূলের সমাবেশ ৷ এবার দুই শাখা সংগঠন একসাথে এই সমাবেশ আয়োজন করছে।

রাজনৈতিক মহলের মত, কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে এগিয়ে দেওয়া লক্ষ্য শাসকদলের। সেই উদেশ্যে দুই সংগঠনকে এক ছাতার নীচে এনে সমাবেশ করার উদ্যোগ। সামনে পঞ্চায়েত ভোট। ফলে সংগঠন নিয়ে চূড়ান্ত ব্যস্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে ছাত্র-যুবদের সমাবেশে থাকবেন তিনি। অপরদিকে, দলের ছাত্র-যুবদের ক্লাস করানোর জন্য দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দল তৈরি ও দলের নানাবিধ রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তাদের জানাতে বলা হয়েছে। মার্চের শেষে তৃণমূলের এই কর্মসূচির পর ফের এপ্রিলের শুরুতেই জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে নিয়োগ দুর্নীতি নিয়ে যুব নেতাদের নাম জড়ানো। চাকরির দাবিতে অবস্থান করার ফলে, এর একটা প্রভাব ছাত্র মনেও পড়া স্বাভাবিক। তাই দলের ছাত্র ও যুব সংগঠন নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *