পেশ হলো হাওড়া পুরসভার ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশ

ডেস্ক: পেশ হলো হাওড়া পুরসভার ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশ। কোনোরকম কর এবার বাড়ানো হচ্ছে না। তবে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে বিভিন্ন খাতে।

পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান এবার ৩৩৪ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে। গতবার উন্নয়নের জন্য বরাদ্দ ছিলো ১৩৯ কোটি টাকা,এবার ১৬৮ কোটি টাকা। এছাড়া রাস্তাঘাট, পানীয় জল,বিদ্যুৎ,নিকাশী,জঞ্জাল অপসারণ সহ বিভিন্ন পরিষেবার জন্য টাকা বাড়ানো হয়েছে। পুরসভার মোট সাতটি বোরোতে উন্নয়নের জন্য গতবারের থেকে বেশী টাকা দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংযুক্ত ওয়ার্ডগুলোর উন্নয়নে জোর দেওয়া হয়েছে।

 

মানুষকে বেশী পরিষেবা দেওয়ার জন্য পঞ্চাশটি kiosk খুলবে হাওড়া পুরসভা।এছাড়া শহরকে ভ্যাট মুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ছোট বড় মিলিয়ে পঁচিশটি ট্রিপর ট্র্যাক কিনছে পুরসভা। সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থাকবে।সরাসরি সেখানে জঞ্জাল ফেলা যাবে। নির্দিষ্ট সময়ের পর জঞ্জাল নিয়ে চলে আসবে ট্রাকগুলো। এই বাজেট নিয়ে পুরসভার সমালোচনা করেছে বিজেপি।রাজ্য কমিটির সম্পাদক উমেশ রাই জানান দিশাহীন বাজেট পেশ করা হয়েছে।দীর্ঘ পাঁচ বছরে এখনো পুরভোট হলো না। পরিষেবা পাচ্ছে না মানুষ। আর এসব বাজেট পেশ করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।