৩১ মার্চ এর পর আধারের সঙ্গে PAN লিঙ্ক এর জরিমানা বেড়ে হলো ১০,০০০

ডেস্ক: হাতে আর মাত্র ৭দিন । ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হয়ে নতুন আর্থিক বছরে পা দেবে দেশ। ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হবে এপ্রিল থেকে। এই পরিস্থিতিতে আর্থিক দিক থেকে মার্চ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। মার্চ মাস শেষ হওয়ার আগে কাজের নিষ্পত্তি না করলে পরবর্তীতে জরিমানা হিসেবে আরও বেশি টাকা দিতে হতে পারে।

আয়কর বিভাগ সব প্যান কার্ডহোল্ডারদের প্যান ও আধার লিঙ্ক করতে বলেছে। এই কাজ করার সময়সীমা ৩১ মার্চ হিসাবে নির্ধারণ করা হয়েছে। অতীতেও প্যান আধার লিঙ্ক করার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। তবে এবার আয়কর বিভাগ স্পষ্ট করে দিয়েছে যে, এর সময়সীমা আর বাড়ানো হবে না। আধারের সঙ্গে PAN লিঙ্ক না করার ক্ষেত্রে আপনার PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। এর পরে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিয়ে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। নিষ্ক্রিয় প্যান-এর ক্ষেত্রে আপনি আইটি রিটার্নও ফাইল করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *