বন্দে ভারত এক্সপ্রেস এ পাথর ছুড়লে এবার পেতে হবে শাস্তি

ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস সফরের সময় অনেকটাই কমেগেছে চালু হওয়ার পর। ভাড়া অনেকটাই বেশি হলেও মানুষ বন্দে ভারত ব্যবহার করেছেন এর আরাম ও গতির জন্য। কিন্তু বাধ সেধেছে বন্দে ভারতে পাথর ছোড়ার বিষয়টি।

এবার রেল কর্তৃপক্ষ কড়া সিদ্ধান্ত নিলো বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া রুখতে। জানিয়ে দেওয়া হল পাথর ছুড়ে ধরা পড়লে ৫ বছরের জেল হবে।
মধ্য রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫৩ নম্বর ধারায় এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ওই ধারায় পাথর ছোড়ার মতো অপরাধে ৫ বছর পর্যন্ত জেলের কথা বলা হয়েছে।

বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই বহুবার এই প্রিমিয়াম ট্রেনকে নিশানা করা হয়েছে। তেলঙ্গানা, ছত্তীসগড়, বিহার, বাংলা, উত্তরভারত থেকে বন্দে ভারতের উপরে পাথর ছোড়া হয়েছে। বাংলাতেই অন্তত ২ বার পাথর ছোড়া হয়েছে বন্দে ভারতের উপরে। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে পাথর নিক্ষেপকারীরা কিশোর বা অপ্রাপ্তবয়স্ক। নেহাতই মজা করে নাকি তারা পাথর ছুড়েছিল।

এখনওপর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বন্দে ভারতের উপরে পাথর ছোড়ার ঘটনায়। এদের বিরুদ্ধে মামলা চলছে। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে যাতে তারা পাথর না ছোড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *