ডিওয়াই এফ আই এর সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এর নেতৃত্বে ডাক দেওয়া হয় , ডি ওয়াই এফ আই এর হাওড়া জেলা পরিষদ অভিযান

ডেস্ক: ডি ওয়াই এফ আই এর ডাকে হাওড়া জেলা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়।নেতৃত্ব দেন সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। হাওড়া স্টেশন চত্তরে জমায়েত শুরু হয়। এখান থেকে মিছিল শুরু হয়।কিন্তু জেলা পরিষদের আগে বঙ্কিম সেতুর নীচে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে কর্মীরা। তখনই বচসা শুরু হয়। ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ শুরু হয়।

মীনাক্ষী মুখার্জী জানান ১০০ দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বেকারত্ব বেড়েছে। এরই প্রতিবাদে জনগণের পঞ্চায়েত গড়তে আজকের আন্দোলন। শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এই আন্দোলন নয়। ভোটের পরেও জেলা পরিষদ অভিযান চলবে। তাছাড়া নির্বাচনের থেকেও বড় ইস্যু হলো বেকারত্ব দূরীকরণ। তাই চাকরির দাবীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ডি ওয়াই এফ আই।

এই অভিযানে হাওড়া সিটি পুলিশের এক হোম গার্ডকে চড় মারার অভিযোগ উঠল ডি ওয়াই এফ আই এর সমর্থকদের বিরূদ্ধে। হাওড়া জেলা পরিষদের সামনে ডিওয়াই এফ আই কর্মীরা মিছিল করে জেলা পরিষদের দিকে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তখনই ধস্তাধস্তির সময় এক হেলমেট পরিহিত হোমগার্ডকে চড় মারে ডিওয়াইএফ আই সমর্থকরা। হেলমেট ধরে টানাটানি করা হয়। যদিও মিছিলের নেত্রীত্বে থাকা ডিওয়াই এফ আই সভানেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় একথা অস্বীকার করেছে। তিনি বলেন কোনো পুলিশের ওপর আক্রমণ হয়নি। কাউকে চড় মারা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *