আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সেরা আকর্ষণ বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ

ডেস্ক: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম সংস্করণ।আইপিএল মানেই ক্রিকেট ও মনোরঞ্জনের অভূতপূর্ব সংমিশ্রণ। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো বলিউড তারকার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধারও বটে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুধবার ঘোষণা করা হল যে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ! সন্ধ্যা ৬টায় অরিজিতের সঙ্গীতানুষ্ঠান হবে। সাতটায় টস হবে। তারপর সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

২০১৯ সালের থেকে করোনার কারণে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এই বছর আবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলেই খবর। শোনা যাচ্ছে এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন তমান্না ভাটিয়া রশ্মিকা মান্দান্নারা মতো বলিউড এর বহু তারকা। এই তারকারা পারফর্ম করলে, দর্শকরা যে তা উপভোগ করবেন, সেটা বলাই বাহুল্য।

বুধবার চণ্ডীগড়ে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। তবে বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার সন্ধ্যায় টিমহোটেলেই বিশ্রাম নিলেন নীতীশ রানা , আন্দ্রে রাসেলরা। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ছেন কেকেআর ক্রিকেটারেরা। কেকেআর শিবির থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ঘণ্টাদুয়েক সময় জিমে কাটাবেন খেলোয়াড়রা । তারপর সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা, তিন ঘণ্টা মোহালি স্টেডিয়ামে প্রস্তুতি সারবেন।