তৃণমূল নেত্রী ‘দিল্লি চলো’ র ডাক দিলেন মোদী সরকারের বিরুদ্ধে

ডেস্ক: তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় এবার ” দিল্লি চলো”র ডাক দিলেন মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের বিরুদ্ধে ইডি, সিবিআই -এর তদন্তের প্রসঙ্গ টেনে ফের বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

ধর্নামঞ্চে তিনি বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বোসকে তো আপনারা সবাই ভালবাসেন। দেশকে স্বাধীন করার জন্য তিনি একটি স্লোগান দিয়েছিলেন, চলো দিল্লি চলো। এই জুলুম চললে আবার দিল্লি চলো হবে।’

পঞ্চায়েত ভোটের আগেই কার্যত লোকসভা নির্বাচনের ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ধর্না মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল ‘দিল্লি চলো’র ডাক। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেন। তিনি বলেছিলেন, ‘আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আগামী দিন দরকার হলে, আমরাই এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব। তৈরি থাকুন।’

মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘কী ট্রেন দেবে না? ভাড়া দিয়ে ট্রেন নেব। ভিক্ষে করে ভাড়া করে ট্রেনে যাব। আর রিজারভেশন না দাও, তাহলে বিজেপিকে যেদিন দেবে, তারপরের দিন মনে রেখো, এই প্রশ্ন কিন্তু মানুষ করবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘একবার যান না, প্রথমত ট্রেন ভাড়া দেব না, দিল্লি পুলিশের লাঠি ৬ ফুটের হয়, ওখানে বিনীত গয়াল নয়, অমিত শাহ চালান। একবার অসভ্যতা করে দেখুন না।’

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘যেখানে খুশি যেতে পারেন, কিন্তু রাজ্যের অবস্থা খারাপ করে দিয়ে উনি দিল্লি যাওয়ার কথা বলছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *