হাওড়া -কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক: শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এরই মধ্যে আগামী ১-২ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

আগামী দু’ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও মুর্শিদাবাদেও আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

বৃহস্পতিবার কলকাতা-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। মেঘের গর্জনও শোনা গেছে। গুমোট ভাব বদলে গেছে ঝোড়ো হাওয়ায়। এদিনই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার সব জেলাতেই প্রায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এর ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা ও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *