মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে ” ওয়াশিং মেশিন “

ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন। আর সেই ধর্নামঞ্চেই প্রতীকী ওয়াশিং মেশিন নিয়ে হাজির হলেন তৃণমূল নেতৃত্ব। দুর্নীতিগ্রস্তরা বিজেপি-তে গেলে তাঁদের ভাবমূর্তি ধুয়েমুছে সাফ হয়ে যায় বলে বারং বার অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। সে জন্যই এদিন প্রতীকী ওয়াশিং মেশিন তোলা হয় মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে।

সেই সময় মমতার পাশাপাশি ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, বিমান বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, দেবাশিস কুমার,-সহ বাকিরাও উপস্থিত ছিলেন মঞ্চে। সেখানে নিজে হাতে কালো কাপড় ওই প্রতীকী ওয়াশিং মেশিনে দিতে দেখা যায় মমতাকে। তার পর প্রতীকী ওয়াশিং মেশিনের ভিতর থেকে বার করে আনেন সাদা কাপড়। দুর্নীতিগ্রস্তরা বিজেপি-তে গিয়ে সৎ হয়ে যান তা বোঝাতেই এ দিন ওই প্রতীকী ওয়াশিং মেশিন হয় বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

স্কুলে নিয়োগ থেকে গরু, কয়লা পাচারে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে। সেই সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংস্থা। তাতে লাগাতার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। তৃণমূল দলটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ উঠে আসে।

সেই আবহে পাল্টা সরব হয়েছে তৃণমূলও। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেছে তারা। তাদের বক্তব্য, নারদকাণ্ডে নাম জড়িয়েছিল শুভেন্দুরও। কিন্তু বিজেপি-তে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্ত আটকে গিয়েছে। এখন বিরোধী দলনেতা হয়ে তিনিই আবার দুর্নীতির অভিযোগ করছেন। শুভেন্দুর মতো অনেকেই বিজেপি-তে গিয়ে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেয়ে গিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের।