বড় স্বস্তি ডায়াবেটিস, সুগার, হার্টের রোগীদের।

দাম কমছে এই রোগীদের ওষুধের

বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত ওষুধের দাম এবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মোট ৪১টি ওষুধ ও ৬টি ফর্মুলেশনের দাম বেঁধে দিয়েছে। এর ফলে ডায়াবেটিস, ব্যথানাশক, হৃদরোগ, লিভার, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জির প্রতিষেধক ওষুধের দাম নির্দিষ্ট গণ্ডির মধ্যে নামিয়ে আনা হয়েছে।
এমনকী এই তালিকায় বাদ পড়েনি মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিকের দামও। এই কারণে ৪১ রকম ওষুধের দাম এবার কমে যাবে, পকেটে আর টান পড়বে না গ্রাহকদের।

ন্যাশনাল ফার্মাসিইউটিক্যাল প্রাইসিং অথরিটির ১৪৩ তম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মর্মে একটি গেজেট বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে NPPA-র তরফে। সারা ভারতে ওষুধের দাম নিয়ন্ত্রণ করে থাকে সরকারের অধীনস্থ এই সংস্থা।

ভারতে ক্রমেই বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সংখ্যা। এখন সারা দেশে ১০ কোটিরও বেশি ডায়াবেটিসের রোগী আছেন। এমনকী সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিক রোগী বেশি আছে এমন দেশের তালিকায় ভারত এখন শীর্ষে। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে ইনসুলিন সহ অন্যান্য ওষুধের দাম কমায়, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। জীবনদায়ী এইসব ওষুধ এবার সস্তায় মিলবে।

সংক্রমণ ও অ্যালার্জির ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনের দাম বাজারে খুবই চড়া ছিল এতদিন যার ফলে সাধারণ চিকিৎসার খরচও অনেকটাই বেশি পড়ত। এবার ৪১টি ওষুধের দাম কমার ফলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন। এই ৪১টি ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিনও রয়েছে।

এই বছর ফেব্রুয়ারি মাসেও ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বেশ কিছু ওষুধের দাম কমিয়েছিল। ডায়াবেটিস এবং হাইপারটেনশন সহ ৬৯টি ওষুধের দাম কমিয়েছিল । এমনকী এই সমস্ত ৬৯টি ওষুধের ফর্মুলেশনের দামও বেঁধে দিয়েছিল সরকারের অধীনস্থ এই সংস্থা। এছাড়াও আরও ৩১টি ফর্মুলেশনের দাম কমিয়েছিল সরকার। এবার এই তালিকায় জুড়ে গেল আরও ৪১টি ওষুধের নাম। বড় স্বস্তি ডায়াবেটিস, সুগার, হার্টের রোগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *