কি কি সুবিধা মেলে? মাসে বেতন কত সাংসদ হলে ?

ডেস্ক: দেশের আইন কীভাবে তৈরি হবে? শিক্ষা থেকে অর্থনীতি, বিদেশ নীতি থেকে স্বাস্থ্য- গোটা দেশের গতির দিকনির্দেশ তৈরি হয় দেশের আইনসভায় – যার ২টি কক্ষ। উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা । সম্প্রতি লোকসভা নির্বাচন হয়েছে। সারা দেশ থেকে ৫৪৩ জন সাংসদ নির্বাচিত হয়েছেন আগামী পাঁচ বছরের জন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। এই সাংসদেরা একাধিক সুবিধা পেয়ে থাকেন। বেতন তো রয়েইছে, তার সঙ্গে একাধিক ভাতা। বিমান-ট্রেনের পাস থেকে শুরু করে আরও নানা সুবিধা রয়েছে।

একজন সাংসদ দিল্লিতে বসবাসের জন্য থাকার জায়গা পান। সেটা ফ্ল্যাট হতে পারে কিংবা বাংলো। কোন সাংসদ থাকার জায়গা হিসেবে কী পাবেন তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। কে কোন আবাসন পাবেন তা ঠিক করে একটি সাব কমিটি। লাইসেন্স-ফি ছাড়া বিনামূল্যে হস্টেল পাওয়া যায়, অথবা সামান্য লাইসেন্স ফি দিয়ে মেলে বাংলো। জল ও বিদ্যুতের বিলের জন্য় নির্দিষ্ট পরিমাণ ছাড় পাওয়া যায়। ঘরের অন্দরসজ্জার জন্য় বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ছাড় হয়েছে টেলিফোনের খরচেও।

এক জন সাংসদ ১ লক্ষ টাকার মতো বেতন পেয়ে থাকেন। যার মধ্যে ৫০ হাজার টাকা বেসিক পে। এছাড়া একাধিক ভাতা রয়েছে তাঁদের জন্য। সেগুলির মধ্যে একটি হল সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ভাতা। অধিবেশনে যোগ দিলে প্রতিদিনের জন্য রয়েছে ২০০০ টাকা করে ভাতা । তবে তার জন্য সংসদের রেজিস্টারে হাজিরা-সই করতে হয় সাংসদদের। প্রতি পাঁচ বছর অন্তর Cost Inflation Index-এর ভিত্তিতে বেতন ও ভাতা বৃদ্ধির নিয়মও রয়েছে।

এক জন সাংসদ অধিবেশনে যোগ দিতে আসার জন্য যাতায়াতের খরচ পান। অথবা সাংসদ হিসেবে দায়িত্ব পালন এবং কাজের জন্য যেখানে যা যাতায়াতের প্রয়োজন রয়েছে তার জন্য খরচ পেয়ে থাকেন।
সড়কপথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে ১৬ টাকা পাবেন।
রেলে একটি এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাস এসি পাস পাবেন
বিমানের ক্ষেত্রে যে কোনও বিমান সংস্থার one and one fourth বিমান ভাড়া।
প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক বিমানের টিকিট পেয়ে থাকেন তাঁরা।
এক জন সাংসদের স্ত্রী বা স্বামী যাতায়াতের জন্য় বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। অথবা ওই সাংসদের একজন সঙ্গী বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন।

অফিস চালানোর জন্য আলাদা করে ভাতা মেলে প্রতি মাসে। ব্যক্তিগত সহায়ক বা আপ্ত সহায়ক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের ভাতা মেলে। অফিস স্টেশনারির খরচও ভাতায় ধরা থাকে।

কোনও সাংসদ নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা-সুবিধা পেয়ে থাকেন। সাংসদ পদের মেয়াদ পূর্ণ হওয়ার পরে অর্থাৎ প্রাক্তন সাংসদ হলেও নির্দিষ্ট নিয়ম মেনে স্বাস্থ্য-সুবিধা তাঁরা পেয়ে থাকেন।

প্রত্যেক সাংসদ তাঁর লোকসভা এলাকার জন্য একটি তহবিল পান। যা তাঁরা এলাকার উন্নয়নের কোনও কাজে বরাদ্দ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *