জম্মু কাশ্মীরের বাসে জঙ্গি হামলা !

ডেস্ক: জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর। রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে নির্মল ভাবে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন সন্ত্রাসবাদীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। গুরুতর আহত হন ৩৩ জন। ভয়ঙ্কর জখম হয়েছে শিশুরাও। সূত্রের দাবি, এই ঘটনায় মনে করা হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ রয়েছে। রবিবারই ঘটনায় দায় স্বীকার করেছে, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এটি পাক জঙ্গি গোষ্ঠী লস্কর তৈবারই শাখা, ভারতে একটি নিষিদ্ধ সংগঠন।

ওই জঙ্গি সংগঠন ভবিষ্যতেও এমন ঘটনা ঘটিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। তাদের তরফে এক বার্তায় বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর এমন হামলা চলতেই থাকবে। রিয়াসি হামলা দিয়ে তা শুরু। এই বার্তা পেয়ে ভূস্বর্গে অত্যন্ত সক্রিয় হয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

হিন্দুস্তান টাইমসে প্রকাশ, শীর্ষস্থানীয় আধিকারিক সূত্রের সন্দেহ, রিয়াসিতে এই হামলাটি ইচ্ছে করেই নতুন সরকারের শপথ অনুষ্ঠানের দিন ঘটানো হয়েছে। মনে করা হচ্ছে ১২ জনের একটি জিহাদি দল জম্মু অঞ্চলে তিন বা দুই জনের ছোট ছোট দলে ভাগ হয়ে রাজৌরি-পুঞ্চ এলাকায় ঢুকে পড়েছে। এর মধ্যে কেউ কেউ পাক নাগরিকও হতে পারে। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর তরফে এমন কোনও তথ্য সমর্থন করা হয়নি।

সোমবার ঘটনাস্থলে যায় NIA। পুলিশ জানিয়েছে, পুণ্য়ার্থীদের নিয়ে বাস শিবখড়ি মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল। আচমকা বাস লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলেও, জঙ্গিরা গুলিবৃষ্টি চালিয়ে যায়। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *