শারীরিক পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বুদ্ধবাবুর, রয়েছেন বাইপ্যাপ সাপোর্টে
ডেস্ক: হঠাৎই অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে মঙ্গলবার সকালে ভর্তি করা হয়েছিল হাসপাতলে।
বহু বছর যাব সিওপিডি রোগে আক্রান্ত তিনি। শ্বাসকার্যের সমস্যায় ভুগছিলেন বেশ কিছু বছর ধরে। তবে শারীরিক অবস্থা সেই স্থিতিশীল ছিল।
কিন্তু কোরোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের মতে সময়মতো ভ্যাক্সিনেশন করে নেওয়ার ফলে কোরোনা সেইরূপ ক্ষতিগ্রস্ত করতে পারিনি তাকে।
বুদ্ধবাবু স্ত্রী মীরা দেবীও ছিলেন কোরোনায় আক্রান্ত। গত সোমবার হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় বাড়িতে।
তারপরের দিনই অর্থাৎ মঙ্গলবার সকালে বুদ্ধবাবুর অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে আসে 88 নিচে। কিন্তু হাসপাতালে ভর্তি হতে নারাজ হন তিনি চিকিৎসকরা অবস্থার গুরুত্ব বুঝে তাকে কোনরকমে রাজি করিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।
তারপরেই চলতে থাকে চিকিৎসা এবং অক্সিজেন। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করা ও কথা বললে উঠতে পারছিলেন বুদ্ধবাবু।
কিন্তু ফের একবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। বর্তমানে তার চিকিৎসার জন্য সাহায্য নিতে হচ্ছে রেমডেসিভির ওষুধের।
আরও পড়ুন: দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধ বাবুকে
গতকাল মিনিটে 3 লিটার অক্সিজেন দিতে হচ্ছিল তাকে আজ সেটা বাড়িয়ে মিনিটে 4 লিটার করে অক্সিজেন দেয়া হচ্ছে তাকে গতকাল শরীরে অক্সিজেনের মাত্রা ছিল 93% এখন সেটার মাত্রা 92%। বর্তমানে তার হার্ট রেট রয়েছে 54।
তবে চিকিৎসকরা জানান বর্তমানে তার জ্ঞান রয়েছে, কথা বলছেন আস্তে আস্তে, অল্প পরিমাণে খাবার খাচ্ছেন।
সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাননি তিনি। তাকে হাসপাতালে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। তার অনুগামীদের মধ্যে চলছে উদ্বিগ্নতা। তার দ্রুত আরোগ্যের কামনা করছে সকলে।