দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধ বাবুকে

ডেস্ক: গোটা ভারতে একদিকে দ্বৈত মহামারীর প্রকোপ অন্যদিকে ঘূর্ণি ঝড়ের তান্ডব। এরইমধ্যে রাজ্যের রাজনীতির (CPIM) এক বিশিষ্ট নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) কে ভর্তি করা হল হাসপাতালে। কোরোনায় (COVID-19) আক্রান্ত ছিলেন তিনি।

বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। বিগত বহুবছর ধরে স্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। কোরোনায় আক্রান্ত হওয়ার পর স্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: অক্সিজেনের ঘাটতি মেটাতে মেঘা ইঞ্জিনিয়ারিং থাইল্যান্ড থেকে আনলো 15 কোটি লিটার অক্সিজেন

কিঞ্চিৎ সুস্থ হলে তাকে আনা হয়েছিল বাড়িতে। কিন্তু ফের মঙ্গলবার সকাল থেকে তার অক্সিজেনের মাত্রা কমতে শুরু হয় এবং হঠাৎই দেখা যায় সেটি 88 র নিচে নেমে গেছে।

ঘূর্ণিঝড়ে (Cyclone) কলকাতার পরিস্থিতি কথা মাথায় রেখে বুদ্ধ বাবুকে (Buddhadeb Bhattacharjee admitted in hospital) হাসপাতালে ভর্তি করানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চিকিৎসক ও তার পরিবারের লোকেরা।

পরবর্তীকালে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya) সোমবারেই কোরোনা(COVID-19)কে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।

meera bhatyacharjee-Buddhadeb Bhattacharjee admitted in hospital

চিকিৎসকদের কথা মত জানা যায় বুদ্ধদেব বাবু এখন স্বাভাবিক অবস্থায় রয়েছেন এবং আপাতত শ্বাসকষ্ট হচ্ছে না তাঁর। শরীরের বাকি যে মেডিকেল প্যারামিটার রয়েছে তা একেবারেই ঠিকঠাক রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee) যেহেতু সিওপিডি (Chronic Obstructive Pulmonary Disease) রোগে আক্রান্ত তাই তাঁর স্বাভাবিক অক্সিজেন লেভেল 88 থেকে 90 এর মধ্যে থাকার কথা। কিন্তু মঙ্গলবার সকালে অক্সিজেন স্যাচুরেশন লেভেল 88 নিচে নেমে আসায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

buddhadeb bhattacharya cpm-Buddhadeb Bhattacharjee admitted in hospital

শ্বাসকষ্টের বহুদিন ধরেই ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee admitted in hospital)। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। তাকে সবসময় পোর্টেবল অক্সিজেন সাপোর্টে থাকতে হয়।

2015 সালের বিগেট সমাবেশে তাকে শেষবারের মতো জনসম্মুখে দেখতে পাওয়া যায়। সিওপিডির (Chronic Obstructive Pulmonary Disease) আক্রান্ত হওয়ার কারণে বহু দিন গৃহবন্দি তিনি। এ বছরও ব্রিগেড সমাবেশে ভার্চুয়াল (Virtual) বার্তা দেন দলের অনুগামীদের।

এছাড়াও 2019 এর সম্মেলনে ব্রিগেডে গেলেও গাড়ি থেকে নামেননি তিনি।

চিকিৎসকদের থেকে খবর আসে আপাতত তিনি বর্তমানে সুস্থ। এবং খাওয়া-দাওয়া করছেন স্বাভাবিকভাবে।

যথাসময়ে ভ্যাকসিন নেওয়ার কারণে করোনা সেরকম প্রভাব ফেলতে পারেনি বুদ্ধবাবু ও তাঁর স্ত্রীর দেহে।

আরও পড়ুন: বুধবার দুপুর থেকেই শুরু হবে তান্ডব, আতঙ্কে দিন গুনছেন সাধারণ মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *