ইউটিউব দেখে সন্তান জন্ম দিলেন কেরালার বছর সতেরোর নাবালিকা

ডেস্ক: ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গান, নাচ ও আর্ট এমন কি দৈনন্দিন জীবনকে আরো একটু সহজ করতে নানান রকম লাইফ হ্যাক করে ইউটিউব দেখে শিখে থাকি। কিন্তু ইউটিউব দেখে কখনো সন্তান প্রসবের কথা শুনেছেন?

অবাক হলেও, ঘটনাটি সত্য। কেরলের মলাপ্পুরম জেলায় 17 বছর বয়সী এক কিশোরী ইউটিউব দেখে সন্তান জন্ম দেওয়ায় তৈরি হয় চাঞ্চল্যকর ঘটনা। সূত্র অনুযায়ী জানা যায়, প্রতিবেশী এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। যুবকের বয়স 21 বছর। পরবর্তীকালে ঘনিষ্ঠতা বাড়ায় গর্ভবতী হয় কিশোরী। বাড়িতে মা দৃষ্টিহীন এবং বাবা নাইট গার্ডের চাকরি করেন। অনলাইনে ক্লাসের নামে মেয়েটি নিজের ঘরে লুকিয়ে থাকতে সুবিধা হত।

জানাজানি হয়ে যাওয়ার ভয়ে মেয়েটি নিজের বাড়িতেই ইউটিউবের সাহায্য নিয়ে সন্তান জন্ম দেন। বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে কিশোরীর বাবা মা ঘটনাটি জানতে পারে। পুত্র সন্তানের জন্ম দেয় মেয়েটি। কাঁচা হাতে এই সন্তানের জন্ম দেওয়ার পর কিশোরীর দেহে সংক্রমণ দেখা গিয়েছিল তাই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরে হাসপাতাল থেকেই পুলিশ কে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, মা ও সন্তানের বর্তমানে সুস্থ আছে। এবং মেয়েটির প্রেমিক কে গ্রেফতার করা হয়েছে। কথা ছিলো মেয়েটি 18 বছর হলে তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে। ছেলেটির বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দন্ড সংহিতার 376 ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।