বজরঙ্গী ভাইজান এর গল্প এবারে বাস্তব জীবনে, পাকিস্তান দিয়ে ভারতে ঢুকলো বছর 3 এর শিশু

ডেস্ক: 2015 সালে মুক্তি পেয়েছিল বজরঙ্গী ভাইজান সিনেমাটি। যেখানে একটি বোবা পাকিস্তানি বাচ্চা মেয়ে ভুল বসত ভারতের প্রবেশ করে ফেলে। এবং এই মেয়েটিকে দায়িত্বের সাথে সব রকম জটিলতা পার করে পাকিস্তানে ফিরত দিয়ে আসে হিন্দু এক যুবক।

এবারেও পুনরাবৃত্তি হলো সেই ঘটনার। শুক্রবার সন্ধ্যা 7 টা 15 মিনিট নাগাদ পাক-ভারত সীমান্তে পাহারা দেওয়াকারি জওয়ানরা দেখতে পান, তিন বছর বয়সি একটি শিশু ভারতীয় ভূখণ্ডের ভিতরে ঘোরাফেরা করছে। পরে বোঝা যায় সে পাকিস্তানের দিক থেকে এদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে। এদিকে ছোট শিশুটি নিজে থেকে কিছু বলতে পারছিল না। তবে জওয়ানরা নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন শিশুটি ভুল করে সীমান্ত পেরিয়ে চলে এসেছে।

সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে যোগাযোগ করার পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে। পড়ে বাচ্চা টিকে ফিরিয়ে দেওয়ার হয় পাকিস্তানি রেঞ্জারদের হাতে, তখন রাত 9 টা 45 মিনিট। বিএসএফের পরবর্তী সময় এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভুলবশত অনুপ্রবেশ এর ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী সব সময় মানবিক দিক থেকে বিষয়গুলি বিচার বিবেচনা করে থাকে।