শিবপুরে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের একটি প্রোগ্রাম, বৈজ্ঞানিক মতাদর্শ নিয়ে রাখেন কিছু দাবি

ডেস্ক: সোমবার 9 আগস্ট হাওড়ার শিবপুরে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স 2021। এছাড়াও ভারতের প্রতিটি বড় শহর ও বিভিন্ন স্থানেও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা দশটায় শিবপুর IIEST প্রথম গেটে ব্যানার পোষ্টার সহ অনুষ্ঠান শুরু হয়।

পরে প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত পদযাত্রা হয়। দুটি গেটেই মার্চ ফর সায়েন্সের দাবীর সমর্থনে বক্তব্য রাখা হয়। বক্তব্য রাখেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া শাখার ইনচার্জ শিক্ষক শ্রী অভিজিৎ মণ্ডল।

মার্চ ফর সায়েন্সের দাবীগুলো হল :-

১) কোভিড অতিমারী মোকাবিলায় বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২) অবৈজ্ঞানিক, পুরানো ধ্যানধারণার প্রচার ও প্রসার বন্ধ করতে হবে এবং সংবিধানের 51A ধারা অনুযায়ী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ ও অনুসন্ধিৎসার প্রসার ঘটাতে হবে।
৩) শিক্ষাব্যবস্থায় বৈজ্ঞানিক তথ্য প্রমাণের পরিপন্থী কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করা চলবে না।
৪) জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয়, শিক্ষা পাঠক্রমে একে অন্তর্ভুক্ত করা চলবে না।
৫) কেন্দ্রীয় বাজেটের 10% এবং রাজ্য বাজেটের 30% শিক্ষাখাতে ব্যয় করতে হবে
৬) দেশে GDP র কমপক্ষে 3% বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় ব্যয় করতে হবে।
৭) গবেষকদের ফেলোশিপের সময়সীমা এক থেকে দেড় বছর বাড়াতে হবে।

৮) প্রাচীন ভারতের বিজ্ঞানের নামে পুরাকাহিনী ভিত্তিক অপবিজ্ঞানের প্রসার বন্ধ করো।
৯) শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী স্তরে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করো।
১০) টিভি ও সংবাদপত্রে তান্ত্রিক, জ্যোতিষ সহ অলৌকিক বিষয়ের বিজ্ঞাপন বন্ধ করো।
১১) কালাযাদু, ওঝা, গুনিন, তান্ত্রিক ও জ্যোতিষ নিষিদ্ধকরনে আইন প্রণয়ন করতে হবে।
১২) শিক্ষায় বিজ্ঞানভিত্তিক ও ধর্ম নিরপেক্ষ সিলেবাস প্রণয়ন করতে হবে।
১৩) বৈজ্ঞানিক প্রমাণ নির্ভর সরকারী নীতি গ্রহণ করতে হবে।
১৪) পরিবেশ রক্ষার স্বার্থে EIA 2020 বাতিল করতে হবে।
১৫) অবৈজ্ঞানিক ধারণা, অন্ধতা ও ধর্মীয় গোঁড়ামির প্রচার ও প্রসার বন্ধ করো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *