বিজেপি কর্মীদের মারে, হাত ভেঙে হাসপাতালে ভর্তি পুলিশ কর্তা

Desk: নবান্ন অভিযানে অংশ নেওয়া বিজেপি নেতা, কর্মীদের মারে আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের হাত ভাঙল৷

এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ৷ মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে৷ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই পুলিশ কর্তা৷

গতকাল কলেজ স্কয়্যার থেকে বিজেপি-র মিছিল হাওড়ার দিকে এগোচ্ছিল৷ হাওড়া ব্রিজের মুখে সেই মিছিল আটকায় পুলিশ ৷ বড়বাজার এলাকায় বিজেপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ৷ তখনই একটি গলির ভিতরে বিজেপি নেতা, কর্মীদের পিছু নিতে গিয়ে একা পড়ে যান কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ৷

বিজেপি নেতা, কর্মীরা তাঁকে ঘিরে ধরেন৷ পালাতে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান ওই পুলিশকর্তা৷ ওই পুলিশকর্তাকে একা পেয়ে তাঁকে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন বিজেপি-র কিছু নেতা, কর্মী৷ রাস্তায় ফেলেই রীতিমতো লাথি মারা হয় তাঁকে৷ পরে কয়েকজন বিজেপি কর্মীই তাঁকে উদ্ধার করে বের করে আনেন৷

আহত পুলিশ কর্তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়৷ এক্স রে করে দেখা যায়, তাঁর হাত ভেঙেছে৷ রাতেই বড়বাজার থানায় খুনের চেষ্টার অভিযোগে অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে পুলিশ৷

সংবাদমাধ্যম এবং সিসিটিভি ফুটেজ দেখে বেশ কিছু অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ রাতেই বেলেঘাটা, ই এম বাইপাস লাগোয়া এলাকায় তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ বাকিদেরও তল্লাশি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *