বাদ পড়ল রবি ঠাকুরের লেখা, এবার থেকে উত্তরপ্রদেশের সিলেবাসে থাকবে যোগী-রামের কৃতিত্ব

ডেস্ক: বাদ পড়ছে রবি ঠাকুরের ‘ছুটি’ গল্প। পরিবর্তে পড়ানো হবে যোগী ও রাম দেবের কৃতিত্ব। ইতিমধ্যে যোগী রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক তুঙ্গে। কারণ টা হলো উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সিলেবাস থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ‘গল্পের’ ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’। সাথে আর কে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’ এবং মুকুল আনন্দের ‘দ্যা লস্ট চাইল্ড’।

শুধু মাত্র দ্বাদশ নয়। দশম শ্রেণীর তালিকা থেকেও বাদ পড়েছে বেশ কিছু পাঠ্য অংশ। যেমন পিবি শেলির কবিতা, সরোজনী নায়ডু র কবিতা সহ রাজা গপালাচারির লেখাও।

এবার প্রশ্ন, তাহলে থাকবে টা কি?

থাকতে চলছে দেশের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানগামী ইতিহাস। উত্তরপ্রদেশের পাঠ্য পুস্তকে যোগ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর কৃতিত্ব। সাথে থাকবে রামদেবের মহৎ কর্ম। উত্তরপ্রদেশের চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে এবার থেকে পড়ানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনার’ বই, সাথে পড়ানো হবে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’।

উত্তরপ্রদেশের সিলেবাস প্রসঙ্গে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন , “এটাই কারণ বাঙালির বিজেপি কে ত্যাগ করার। যদি রবি ঠাকুরের পরিবর্তে যোগী বা রামদেবে সিলেবাসে আসতে পারেন, তাহলে বুঝতে হবে উত্তরপ্রদেশের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার।”