পাকিস্তানে হামলা হিন্দু মন্দিরে, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

ডেস্ক: পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার ওপর আঘাত হানল পাকিস্তানের মুসলিম জনতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালাচ্ছে বেশ কয়েকজন পাকিস্তানি। পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা ও বিহগ্র ভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ জানালো ভারত।

মন্দির ভাঙ্গার এই ঘটনার সমালোচনা করে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়, “এই ধরনের হিংসা ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা পাকিস্থানে প্রতিনিয়ত বেড়েই চলেছে”। এবং পাক প্রসাশনের প্রতিনিধিকেও তলব করেছে বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার এ বিষয়ে এক সংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার ওপর হামলা ক্রমশই বেড়ে চলেছে। এতকিছুর পরও পাক প্রশাসন চুপ করে দাঁড়িয়ে গোটা বিষয়টি দেখছে। হিন্দুর ওপর হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাক প্রশাসন।”

তিনি আরো বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে কিভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় একটি গণেশ মন্দিরে হামলা চালানো হয়েছে এবং মূর্তি ভেঙে দিয়ে মন্দির চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের ওপর এই হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ পাকিস্তান সরকার।” এছাড়াও এক সূত্রে জানা যায় মন্দিরের আশেপাশের বাড়িগুলোতে চালানো হয়েছে হামলা। তবে সেখানে আপাতত পাক রেঞ্জার্সরা মোতায়েন রয়েছেন সুরক্ষার জন্য।

অন্যদিকে এই ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও। তিনি সম্প্রতি একটি টুইটে লেখেন, “ভঙ-এর মন্দির হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি পাঞ্জাবের আইজি র সঙ্গে কথা বলেছি, দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করার নির্দেশও দিয়েছি। সরকারের তরফে ওই মন্দির নতুন করে গড়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *