ফের সোনার পদক ভারতের নামে, নিরাজের পরে সোনা জিতে ইতিহাস গড়লেন অবনী

ডেস্ক: 2020 টোকিও অলিম্পিক ভারতের জন্য ঐতিহাসিক পর্ব তৈরি করেছে। যেখানে একটি সোনা সহ সাতটি পদক জয় করেছে ভারত। এবারে আনন্দ দ্বিগুণ বাড়িয়ে, প্যারালিম্পিকেও স্বর্ণ পদক হলো ভারতের নামে। 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনী লেখারা। এই প্রথম কোনো ভারতীয় শুটিং থেকে সোনা দিলেন দেশ কে।

মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল SH1 ক্যাটাগরি তে যোগ্যতা অর্জন পর্বে 621.7 স্কোর করে সপ্তম হয়েছিল অবনী। কিন্তু ফাইনালে সবাই কে তাক লাগিয়ে 249.6 স্কোর করে প্রথম হন তিনি।

প্যারালিম্পিকের মতো এত বড় মঞ্চে শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করে মাত্র 19 বছর বয়সে বিশ্ব রেকর্ড করার মতো পারফরমেন্স এর কারণে সকলের চোখে আলাদা নজির গড়েছেন অবনী। 248.9 স্কোরে রূপ জিতেছেন চীনের কুইপিং ঝ্যাং এবং 227.5 স্কোরে ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ইরিনা।

এবারের প্যারালিম্পিকে প্রথম সোনা জয় ভারতের। প্যারা অলিম্পিকের কর্তৃপক্ষ টুইট করে লেখেন, ‘সোনার দিন’।