বাংলা জ্বলছে, এই সহিংসতা বন্ধ করুন: আবেদন করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

ডেস্ক: অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে হিংস্রতা বন্ধ করার জন্য জনগণের কাছে অনুরোধ জানিয়েছিলেন, ২ রা মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে এই রাজ্য ধ্বংসে মুখে অগ্রসর হচ্ছে ।

মিঠুন চক্রবর্তী বলেন “রাজনীতির চেয়ে মানবজীবন বেশি গুরুত্বপূর্ণ সুতরাং সহিংসতা বন্ধ করা অতি প্রয়োজনীয় “।

একটি টুইট বার্তায় চক্রবর্তী লিখেছেন, “নির্বাচনের পর থেকে বাংলা জ্বলছে। দয়া করে এই সহিংসতা বন্ধ করুন, মানুষের জীবন রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দয়া করে তাদের পরিবার সম্পর্কে চিন্তা করুন এবং এই সহিংসতা বন্ধ করুন। ”

এদিকে, সর্বভারতীয় সভাপতি বিজেপি জে পি নদ্দা এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনের পরবর্তী হিংস্রতার প্রতিবাদে হেস্টিংস অফিসে একটি ধর্মঘট করবেন বলে সূত্র জানিয়েছে। এর আগে ধর্নাটি রাজ্যে বিজেপি সদর দফতরের বাইরে এই অনুষ্ঠিত হবে বলে জানান।

বিজেপি দাবি করেছে যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ের পরিপ্রেক্ষিতে প্রকাশিত সহিংসতায় এক মহিলা সহ কমপক্ষে ছয় কর্মী ও সমর্থক নিহত হয়েছে।