কড়া টক্কর! ‘অপ্রতিরোধ্য মমতা’কে সর্বভারতীয় স্তরে যাওয়া থেকে রুখতে বিজেপির নয়া পন্থা

ডেস্ক: আগামী কাল একুশে জুলাই শহীদ দিবস। এবং প্রতি বছর এ দিনে তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত সভা সভা করে আসছেন। মহামারির জেরে গত বছর এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভার্চুয়ালি। এবারেও সেরকমই নিয়ম মেনে 21 শে জুলাইয়ের সভা অনুষ্ঠিত হবে। তবে এত বছর ধরে সভাটি বাংলাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে প্রশংসনীয় জয়ের পর তৃণমূল কংগ্রেস এবার সর্বভারতীয় স্তরে নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য বাংলার বাইরে ও একুশে জুলাই এর প্রভাব ফেলতে চলেছে।

গুজরাট উত্তরপ্রদেশের মত বিজিবির গুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনানো হবে জায়েন্ট স্ক্রিনে। 2024 এর লোকসভা ভোটকে সামনে রেখে 21 জুলাই থেকে শুরু হবে ব্র্যান্ড মমতা’র ব্র্যান্ডিং। ইতিমধ্যে জাতীয় রাজনীতি মহলে এ বিষয়ে নানা রকম কানাঘুষা শুরু হয়ে গেছে ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল যেভাবে সর্বভারতীয় স্তরে মেয়েদের প্রভাব বিস্তার করার চেষ্টায় তৎপর রয়েছে তার ইঙ্গিত বিজেপি বেশ আগে থেকেই পেয়ে গেছে। একুশের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশই হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। যার টের বিজেপি পাওয়া মাত্রই নিতে চাইছে না কোনরকম ঝুঁকি।

যদি এভাবেই তৃণমূল সর্বভারতীয় স্তরে ঊর্ধ্বগামী হতে থাকে তাহলে সে ক্ষেত্রে চাপ বাড়বে বিজেপির জন্য। সেই কারণেই তৃণমূলের বড় কোনো কর্মসূচি থাকলে তার সমান্তরালেই একটি কর্মসূচি রাখার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তাই একুশে জুলাই শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল জনসভাকে সফল হওয়ার জন্য ওই দিনই বঙ্গ বিজেপি বাংলায় পালন করতে চলেছেন মানবাধিকার দিবস।

মূলত একুশে জুলাই এর বিধানসভা ভোট ঘিরে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য যে অভিযোগ তারা তুলেছে তা নিয়েই সেদিন সরব হবে বঙ্গ বিজেপি। এবং সেই মোতাবেক ই একুশে জুলাই পালন করতে চলেছেন মানবাধিকার দিবস। রাজ্য জুড়ে পালিত হবে দিনটি। তবে কোনরকম জমায়েত করবে না তারা সভা হবে ভার্চুয়ালি। রাজ্যের আইন শৃঙ্খলা মানবাধিকার এবং সে সংক্রান্ত যে রিপোর্ট সম্প্রীতি জাতীয় মানবাধিকার কমিশন প্রকাশ করেছে তারই বিষয়গুলি কে সামনে রেখে 21 শে জুলাই দিনটি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হতে চলেছে তৃণমূলকে রোখার পরিকল্পনার ক্ষুদ্র নিদর্শন। সূত্রে জানা যায় এ মাসের শেষ দিকে বাদল অধিবেশনে অংশ নেওয়ার জন্য দিল্লিতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেদিনই বাংলার বিজেপি বিধায়ক রা ও উপস্থিত থাকবেন দিল্লিতে।