‘আর নয় অন্যায়’ অভিযানে ব্যারাকপুরে বিজেপি যুব মোর্চার জুলুস

ডেস্ক: ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) পশ্চিমবঙ্গে ‘আর নয় অন্যায়’ প্রচার অভিযান চালাচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কথিত গুন্ডামির বিরুদ্ধে এই প্রচার চালানো হচ্ছে। এই প্রচারের অধীনে ব্যারাকপুরে অবস্থিত তালপুকুর গেট থেকে জাফরপুর মোর পর্যন্ত একটি জুলুস বের করা হলো। জুলুসের নেতৃত্বে ছিলেন বিজেওয়াইএমের নবদ্বীপ জোনের পর্যবেক্ষক প্রিয়াঙ্গু পান্ডে (Priyangu Pandey), বিজেপি জেলা সভাপতি উমা শঙ্কর সিং এবং যুব মোর্চার জেলা সভাপতি সাগর রায়। এই সময়ে, তরুণ বিজেপি কর্মীরা বাংলার নৃশংসতা মুক্ত করার অঙ্গীকার করলেন। যুব নেতা রবি সিং, বিকাশ সিংহ সহ শত শত যুব মোর্চা কর্মী ও সমর্থকরা এই জুলুসে অংশ নিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিজেওয়াইএমের নবদ্বীপ জোনের পর্যবেক্ষক প্রিয়াঙ্গু পান্ডে বললেন, “রাজ্যে অন্যায়, নৃশংসতার শাসন শেষ হবে এবং ২০২১ সালে বিজেপির সরকার গঠিত হবে”। মোদীজির স্বপ্ন রাজ্যটিকে আবার ‘সোনার বাংলা’ বানানোর, যা আমরা অব্যাহত করব। তৃণমূল সরকার বাংলায় উন্নয়ন আটকে দিয়েছে। মানুষ বেকারত্ব, গুন্ডামি, দুর্নীতিতে সমস্যায় ভুগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *