বাঙলায় স্বস্তির নিশ্বাস, কমছে দৈনিক সংক্রমণের হার
ডেস্ক: গত বছরের কোরোনার ধাক্কা সামলে উঠতে নাস্তানাবুদ হয় রাজ্য প্রশাসন (covid cases in west bengal) । টানা তিন মাসের লকডাউনের পর কিছুটা রেহাই মিলে ছিল পশ্চিমবঙ্গ তথা ভারতে।
কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পর থেকে হুরমুড়িয়ে বাড়তে থাকে সংক্রমণ। সাথে আগুনে ঘি ঢালার কাজটা করে দিয়েছে ভোটের আগে রাজনৈতীক দল গুলো। একুশের বিধানসভা ভোটের (west bengal assembly election) আগে জাকজমোক করে পালন করা হয়েছে নির্বাচণী প্রচার। ফলে জমায়েত হয়ে ছিল বহু মানুষের। বিশেষজ্ঞরা মনে করেন, এটাই অন্যতম কারণ সংক্রমণ বৃদ্ধির (covid cases in west bengal)।
ব্যাস আর কে আটকায় সংক্রমণ কে!!
আরও পড়ুন: কোরোনায় মৃত 67 জন সাংবাদিকদের পরিবারকে দেওয়া হবে 5 লক্ষ টাকা অনুদান
ভারতে সংক্রমণের হার
দ্বিগুণ মাত্রা বাড়তে থাকে কোভিড সংক্রমনের (covid cases in west bengal) হার। সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মৃত্যু মিছিল। পশ্চিমবঙ্গে (west bengal) সংক্রমণের হার 1 লাখে ঊর্ধ্বে এবং মৃত্যুর হার 145 জনের। ভারতের (india) সংক্রমণের হার 2 কোটি 85 লাখ এর উপরে এবং আজকের দিনে মৃত্যুর সংখ্যা 3617 জনের।
কিন্তু এর সাথে পাওয়া গেল স্বস্তির সংবাদ দ্রুততার সাথে সুস্থ হচ্ছে মানুষ। গোটা ভারতে একদিনে সুস্থ হয়েছে 2 লাখ 85 হাজার এর মত আক্রান্ত ব্যক্তি।
সংক্রমণের হার একদিনে নেমেছে 21%
পশ্চিমবঙ্গে ও সংক্রমণের হার একদিনে 21% নেমেছে। গত ছয় দিনের সর্বনিম্ন সংক্রমণ এই দিনই।
নতুন সংক্রমিত হয়েছে 12 হাজার 193 জন। এবং গোটা বাংলায় সুস্থ হয়েছেন 19হাজার 396 জন।
উত্তর ২৪ পরগনা (north 24 pargana) রয়েছে বাংলায় দৈনিক সংক্রমণের শীর্ষে । গত একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৫ জন। মৃত্যু ও হয়েছে ৪৩ জনের। এবং কলকাতার (kolkata) সংক্রমণ একদিনে ১ হাজার ৮৫৭ জনের মতো। ও মৃত্যু হয়েছে ৩০ জনের।
দক্ষিণ ২৪ পরগনায় (north 24 pargana) মৃত্যু হয়েছে ১২ জনের ও হাওড়ায় (howrah) ১১ জন।
উত্তরবঙ্গের সংক্রমণে আপাতত কিছুটা কম হয়ছে। মালদহে সংক্রমণ বাধাহীনভাবে বার ছিল সেখানে গত কয়েকদিন তা নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ দৈনিক সংক্রমণ ১৩২। তবে দার্জিলিং (৬৩০) ও জলপাইগুড়ি তে (৬২৩) এখনও ৬০০-এর উপরে দৈনিক আক্রান্ত রয়েছেন।
আরও পড়ুন: 30 মিনিট অপেক্ষা করানোর পরও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেননি মমতা বন্দ্যোপাধ্যায়
ভয় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের
কিন্তু বিপত্তি এখানেই শেষ নয় ব্ল্যাক ফাঙ্গাসের ভয় বাড়ছে দিন দিন। বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসের (black fungus) কারণে দুজন ব্যক্তির মৃত্যু সংবাদ ও কানে আসে। কোরোনায় (covid cases in west bengal) আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি ভীষণ ভয়ের ব্যাপার।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেন ও নিয়মিত স্নান করলে রক্ষা পাওয়া যেতে পারে ব্ল্যাক ফাঙ্গাস থেকে। সাথে যেসব কোরোনা রোগীদের দেহে স্টেরয়েডের ব্যবহার করা হত তা বন্ধ করতে হবে অথবা নিয়ন্ত্রণে আনতে হবে। ডায়াবেটিক পেশেন্টের রাখতে হবে নজরদারিতে। ইমিউনিটি কম্প্রোমাইজ ব্যক্তিদের থাকতে হবে বিশেষ সতর্কীকরণ ও সাবধানতা মেনে।
আরও পড়ুন: আগামী 15ই জুন পর্যন্ত চলবে রাজ্যে আংশিক লকডাউন, জেনে নিন বিধিনিষেধ গুলি
সংক্রমণের (covid cases in west bengal) মোকাবিলায় রাজ্যে জারি করা হয় লকডাউন। বিশেষ কিছু বিধিনিষেধ মেনে আগামী 15 জুন পর্যন্ত চলবে কার্যত লকডাউন। সাথে চলছে টিকাকরণ।