কোরোনায় মৃত 67 জন সাংবাদিকদের পরিবারকে দেওয়া হবে 5 লক্ষ টাকা অনুদান

ডেস্ক: এই মহামারিতে নিজের জীবনের গুরুত্ব উপেক্ষা করে প্রতিনিয়ত রাজ্যের ও দেশের খবরা-খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সাংবাদিকরা।

যেখানে কখনো কোরোনা চিকিৎসার হসপিটালে পৌঁছে গেছেন, কখনো বা আমফান ও ইয়াসের মত ঘূর্ণিঝড়ের সম্মুখে পৌঁছে গিয়ে দিয়েছেন লাইভ আপডেট। এবং কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে বহু সাংবাদিকদের ও।

তাই তাদের কথা মাথায় রেখে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মাননীয় প্রকাশ জাভেদকারের নির্দেশনায় তথ্য এবং সম্প্রচার ও প্রেস ইনফরমেশন ব্যুরো একটি পদক্ষেপ নেয়।

যেখানে 2020 এবং 2021 সালের মধ্যে কোরোনা আক্রান্ত হয়ে যেসব সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন সেমস্ত সাংবাদিকদের পরিবারকে সহায়তা করার জন্য কল্যাণ প্রকল্পের আওতায় একটি বিশেষ অভিযান শুরু করা হয়।

যেখানে 2020-21 এ কোভিড-19 এর কারণে মারা যাওয়া মোট 67 টি সাংবাদিকদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ত্রাণ সরবরাহ করা হবে। সাংবাদিক কল্যাণ প্রকল্প সভাপতি অমিত খের -এর উদ্যোগে এই প্রকল্পটি শুরু করা হয় এবং আজ এই প্রস্তাবটির অনুমোদন কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়। journalist welfare committee কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

কমিটির সিদ্ধান্ত নিয়েছে JWS মিটিং সাপ্তাহিক অনুযায়ী করা হবে যাতে JWS আওতায় আর্থিক সহায়তার জন্য আবেদনের দ্রুত প্রক্রিয়া করা যায়।

কমিটি আজ আরও 11 টি পরিবারের আবেদনের কথা বিবেচনা করেছে যারা -19 বাদে অন্য কারণেও মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *