বাজেট নিয়ে বিরোধীদের সরব

ডেস্ক: মোদি সরকারের এবারের বাজেটে মধ্যবিত্তরা অনেকটাই স্বস্তি পেয়েছে। কিন্তু, বাজেট নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি শেষ নেই। বিরোধীরা একযোগে বাজেট নিয়ে, কেন্দ্রের সমালোচনা করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য, এই বাজেট স্বপ্নপূরণের বাজেট ।

এ বারের বাজেটে চওড়া হয়েছে মধ্যবিত্তের মুখের হাসি। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে নতুন আয়কর কাঠামোয় বিপুল ছাড় দিয়েছে মোদি সরকার। নতুন কাঠামোয় বার্ষিক ৭ লক্ষ অবধি আয়ে মিলবে ছাড়। এ ছাড়াও বাজেটে প্রবীণ এবং মহিলাদের উন্নয়নের ঘোষণা করা হয়েছে।

সাধারণ মানুষ যখন বাজেটের পর লাভ-ক্ষতির অঙ্কে ব্যস্ত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শুরু হয়ে গেছে বাজেট নিয়ে বাগযুদ্ধ। মোদি সরকারের দাবি এই বাজেট স্বপ্নপূরণের বাজেট। যদিও, বাজেট নিয়ে চড়া সুরে আক্রমণ করেছেন তৃণমূল। কংগ্রেসও কেন্দ্রকে একহাত নিয়েছে।

বুধবার সংসদে বাজেট পেশ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, “অমৃতকালের প্রথম বাজেট দেশের উন্নয়নের ভিত মজবুত করবে। সমাজে দরিদ্র, মধ্যবিত্ত কৃষকের স্বপ্নপূরণের পথে সহায়ক হবে এই বাজেট। ” কিন্তু মোদি বাজেটের দরাজ প্রশংসা করলেও, সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।”