করোনা আক্রান্ত চাহালের বাবা-মা,খবরটি ইনস্টাগ্রামে জানান স্ত্রী ধনশ্রী

ডেস্ক: গোটা পৃথিবীতে জালের মত ছড়িয়ে রয়েছে কোরোনা ভাইরাস। যার কবল থেকে নিস্তার পাচ্ছে না কেউ। চারিদিকে শুধু করোনার খবর। খেলার দুনিয়াতেও পড়েছে এর প্রভাব। যার ফলে স্থগিত করা হয়েছে IPL। এ বার মারণ ভাইরাসের শিকার হলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বাবা-মা। চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা ইনস্টাগ্রামে তাঁর শ্বশুর-শাশুড়ির করোনা আক্রান্তের খবর জানান।

আজ ধনশ্রী ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, “আমার শ্বশুর-শাশুড়ি দু’জনেরই কোরোনার উপসর্গ ছিল। দু’জনের রিপোর্টই পজিটিভ। শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতেই শাশুড়ি মায়ের চিকিৎসা চলছে।”

আরও জানান, “আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভয়াবহ অবস্থা দেখলাম। আমরা সব ধরনের সতর্কতা মেনেই চলছিলাম। তাও ওরা আক্রান্ত হল। সকলে বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন ও নিজের পরিবারের যত্ন নিন।”

IPL এ জৈব সুরক্ষা বলয়ে চাহালের সঙ্গে ধনশ্রী থাকাকালীন সময় তার মা ও ভাইয়েরও কোরোনা হয়েছিল। এখন তারা সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু কোরোনার জন্য হারাতে হয়েছে কাকিমা ও কাকুকে।