চাকরী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্ত্যব কেউ কেউ আছে নিজেও খাই না আর অন্যকেও খেতে দেয় না

ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই মুখ্য মন্ত্রীর বড়ো ঘোষণা ।জানালেন নতুন 89 হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে এবং 15 দিনের মধ্যে 30 হাজার ছেলে মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হবে।

সোমবার এই বিষয় টি তুলে ধরেন বিশ্ব বাংলা প্রাঙ্গনে শিক্ষারত্ন অনুষ্টানে। তিঁনি জানালেন ইতিমধ্যে 2 লক্ষ 63 হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। তারসাথে র ও অনেক পদে নিয়োগ সারা হতো ।

কিন্তু একের পর এক জনস্বার্থ মামলার জন্য তা সম্ভব হয়েছে না। টেরজন্য মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। অনার কথায় কিছু কিছু লোক আছে যারা নিজেও খাই না অন্যকেও খেতে দায় না।

শুধু শিক্ষক পদে নয় । র ও অন্য পদে ও। রাজ্যের তরফে কিছু পশিক্ষন দিয়ে 30 হাজার ছেলে মেয়েদের চাকরি দেয়া হবে।শিক্ষকদিবসে মুখ্যমন্ত্রী মন্তব্য ” যারা জাস্টিস পাইনি তারা কিন্তু জাস্টিস পাবেই আমাদের থেকে।