নবান্ন অভিযানে মাথা ফাটল কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের

ডেস্ক: মঙ্গলবার বেলার দিকে কলেজ স্ট্রিট থেকে বিজেপির একটি মিছিল এগোচ্ছিল নবান্নের উদ্দেশে। সেখানে নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। এই মিছিলেও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ হয়। কয়েকটি দোকানে বিজেপি কর্মীরা ঢুকে পড়েছেন, এই অভিযোগে পুলিশ বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়।

ঠিক ওই সময়ে বিজেপির নবান্ন অভিযানে মাথা ফাটল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। মঙ্গলবার বড়বাজার থেকে একটি মিছিল এগোয় নবান্নের দিকে। ওই মিছিলে বাধা দেয় পুলিশ।

কিন্তু বাধা অগ্রাহ্য করে এগোতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। আর তাতে মাথা ফাটল কলকাতা পুরসভার ৪ নম্বর বোরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের।

মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় মীনাদেবীকে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন কর্মীরা। পরে কাউন্সিলরকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

তবে কী ভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে বিজেপি। এ নিয়ে টুইট করে তারা। ওই টুইটের প্রত্যুত্তর দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি জানিয়েছেন এই ব্যাপারটিতে তারা নজর রাখছে।