দুদিনের ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী

ডেস্ক: এই ধর্না কর্মসূচির প্রস্তুতি ঘিরে বদলে গিয়েছে রেড রোডের চেহারা, চলছে মঞ্চ তৈরির কাজ। দলনেত্রীর ধর্না মঞ্চ তৈরির কাজ কেমন চলছে তা ঘুরে দেখে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুপুরের দিকে প্রস্তুতি দেখতে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রেড রোডের ধারে ধর্নামঞ্চ তৈরির পাশাপাশি মঞ্চের সামনে ও পিছনের দিকে দু’টি অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে।

এ ছাড়াও ধর্নায় এসে যাতে মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রয়োজনীয় কাজ করতে পারেন, সে কথা মাথায় রেখে মঞ্চের পাশে মুখ্যমন্ত্রীর জন্য একটি অস্থায়ী অফিস তৈরি করা হচ্ছে। সেখানে প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত। তাই সেই অফিস নির্মাণে পুলিশি নজরদারি রয়েছে। তবে এই ধর্না কর্মসূচি ঘিরে যাতে রেড রোডে যান চলাচল ব্যাহত না হয়, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। আগামী দু’দিন শহর কলকাতায় মুখ্যমন্ত্রীর ধর্না ছাড়াও বেশকিছু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তাই আগামী দু’দিন কলকাতায় যান চলাচল নিয়ে কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা করেছে বলেই সূত্রের খবর।

গত সপ্তাহে নিজের ওড়িশা যাত্রার দিনেই বিমানবন্দরে নিজের এই ধর্না কর্মসূচির ঘোষণা করেছিলেন মমতা। কেন্দ্রীয় সরকার নানা প্রকল্পের টাকা না দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বলেই অভিযোগ করে ধর্না কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। এ বার সেই ধর্না কর্মসূচি শুরু হতে চলেছে আর কয়েক ঘণ্টা পরে।