নেশাগ্রস্থ হয়ে চালাচ্ছিল চিকিৎসা, অশ্রাব্য ভাষা রোগীকে, ডাক্তারের আসল রূপ দেখে ভীতস্ত এলাকাবাসী

ডেস্ক: আসল নকল এর তফাৎ বোঝাটা আজকাল কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে এমন বহু ব্যক্তি ধরা পড়েছে যারা ভুয়ো নথিপত্র তৈরি করে নিজেদের সিবিআই বা আইএএস অফিসার বলে এতদিন দাবী করে এসেছে।

এবারে ধরা পড়েছে এক ভুয়ো চিকিৎসক। ব্যক্তির নাম অশোক মন্ডল নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। জানা যায়, রোগী দেখার সময় হাত টোলছিল তার কিছু বলতে গেলেই রোগী ও তার পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ। সাতসকালেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন চিকিৎসক। এতে সন্দেহ হয় রোগীর পরিবারের সদস্যদের। তৎক্ষণাৎ তারা থানায় খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিত কুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে অশোক মন্ডল এতদিন চিকিৎসা করে আসছিলেন। গত আড়াই বছর ধরে এখানে বসবাস তার। কোভিডের সময় এলাকার বাসিন্দাদের চিকিৎসা করেছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এলাকাতে ক্লিনিক নামক একটি সেন্টার খুলেছিলেন। রোগীর চিকিৎসার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিতেন অভিযুক্ত। সোমবারেই বারুইপুর মহকুমা আদালতে অশোক মন্ডল কে পেশ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশি তথ্যে জানা যায়, যেই ব্যক্তি চিকিৎসার জন্য গিয়েছিলেন তাকে নেশাগ্রস্ত অবস্থায় গালাগালি করায় ক্ষুব্ধ হয় ব্যক্তিটি। সন্দেহ হওয়াতে সে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে অশোকের চেম্বার এ পৌছায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করতে থাকে তাকে কথা অসঙ্গতি মেলায় পুলিশ তার নথি দেখতে চান এবং কাগজপত্র দেখে জানতে পারেন তিনি জাল সার্টিফিকেট তৈরি করে এতদিন বোকা বানানোর কাজ চালাচ্ছিল মানুষকে। পরে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *