রাজনীতির রঙ ভুলে বসন্তের রঙে একসাথে মেতে উঠলেন বিজেপি ও তৃণমূলের নেতারা

ডেস্কঃ হাওড়া: হাওড়া শহরে দারুন উৎসাহে পালিত হল দোল উৎসব। বসন্তের রঙে রঙিন হতে পিছুপা হয়নি রাজনৈতিক দলগুলোও। হাওড়া ময়দান এলাকায় রাজনৈতিক রঙ ভুলে বিভিন্ন দলের নেতাদের দেখা গেলো একসঙ্গে রঙ খেলতে। এখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির নেতাদের একে অপরকে জড়িয়ে ধরে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
খাদি ভান্ডারের কাছে সন্তোষ পান্ডের তরফে হোলি মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন উপস্থিত সকলের জন্য প্রাতঃরাশের ব্যবস্থাও করা হয়।

একদিকে যেখানে জয়ন্ত গুপ্ত, লক্ষ্মণ তিওয়ারি, বিজেপির সুভাষ ঝা উপস্থিত ছিলেন, সেখানে রাজন সিং, রজনীশ শর্মা, সুধীর শর্মা, মদন দাস এবং তৃণমূলের পঙ্কজ শর্মাও উপস্থিত ছিলেন।

উভয় দলের নেতাকর্মীরা একে অপরের গায়ে রং রঙ লাগিয়ে বসন্ত উৎসব পালন করছেন। উৎসবের মাঝে কোনো রকম বাঁধা সৃষ্টি করেনি ভিন্ন মতাদর্শ, সকলে একত্রিত হয়ে সমান ভাবে মেতে উঠেছিলেন আনন্দে। উচ্ছ্বাস আর উত্তেজনায় হোলির রঙে সিক্ত হয়েছে মানুষ। সর্বত্র উড়িয়ে দেওয়া হয় আবির। শিশু-বৃদ্ধ-যুবক সবাই এই রঙ্গোৎসবে ডুব দিয়ে আনন্দে মেতে ওঠে।

অন্যদিকে, হাওড়ার নিউশেল লেনে বিজেপি নেতা বদ্রী নারায়ণ দ্বারা রঙ্গোৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, সেক্রেটারি উমেশ রাই, সুরেন্দ্র ভার্মা, প্রিয়াঙ্কা শর্মা, অমিত ঠাকুর, বুলেট মণ্ডল এবং ভীম ও অন্যান্যরা। সেখানেও আসা বিজেপি কর্মীরাও একে অপরের গায়ে রঙ ও আবির লাগান।
Forgetting the color of politics, the leaders of BJP and Trinamool came together in the color of spring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *