জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী ও পাহাড় পেরিয়ে বক্সার গ্রামে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

ডেস্ক: প্রবল বৃষ্টি জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের জনজীবন। মাটি নরম হয় বক্সার পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবং যথাযথ খাবার ও স্বাস্থ্য পরিষেবা অভাবে ওষ্ঠাগত সেখানকার বাসিন্দাদের প্রাণ।

জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী ও পাহাড় পেরিয়ে বক্সার গ্রামে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

এরকম পরিস্থিতি যখন বাড়িতে আটকে সাধারণ মানুষ তখন মানুষের সেবার জন্য বক্সারের দুর্গম পথ পেরিয়ে গ্রামের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। গর্ভবতী মা শিশুদের ভ্যাকসিন পৌঁছে দিতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ও অটল আলিপুরদুয়ারে স্বাস্থ্যকর্মীরা।

জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী ও পাহাড় পেরিয়ে বক্সার গ্রামে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

এদিকে উত্তরবঙ্গে আবারো ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে। মঙ্গল-বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী ও পাহাড় পেরিয়ে বক্সার গ্রামে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

ফলে আগামী দিনগুলি জলে ফেঁসে থাকা সেইসব মানুষদের জন্য আরো বেশী কঠিন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *