সমকামিতা ও পার্টি নিষিদ্ধ, বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হলে 7 বছর কারাদণ্ড!

ডেস্ক: চলতি বছরের 21 শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ 2022। ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো মেগা ইভেন্টস সব সময় একটা উৎসবের চেহারা নেয়। যেখানে সারা বিশ্বের একাধিক ফুটবলার, অ্যাথলিট, কোচ, কোচিং স্টাফ ছাড়াও এসে উপস্থিত হন অগণিত সমর্থকরা। ফলে তৈরি হয় মেজাজ। আর এই উৎসবের অন্যতম অঙ্গ পার্টি, নাইট ক্লাব ও যৌনসুখ। কিন্তু এই উচ্ছাস ও অনিয়ন্ত্রিত জীবনে নিষিদ্ধতা লাগলো কাতার প্রশাসন।

উচি রক্ষণশীল কাতার প্রশাসনের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে যে আসন্ন কাতার বিশ্বকাপে এমন ভাবে জীবন উপভোগ করা যাবে না সমস্ত রকম পার্টি নিষিদ্ধ করা হয়েছে, সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হলেই।

আরো পড়ুন: এবারে লাস ভেগাসে দেখানো হবে রাজ্যের কন্যাশ্রী ও দুর্গাপুজোর কার্নিভাল মেলা

কাতারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিশ্বকাপ দেখতে গিয়ে যদি কেউ বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ায় বা অ্যালকোহল পার্টি তে নিমিত্ত থাকে তবে সেই দেশের পুলিশের তরফ থেকে নেয়া হবে কঠিন পদক্ষেপ। অর্থাৎ যদি স্বামী-স্ত্রী হিসেবে কাতারে না আসেন তাহলে তার জন্য শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। এমনকি ওয়ান নাইট স্ট্যান্ড, টাকার বিনিময় যৌন সম্পর্ক একবারই করা যাবে না। পাশাপাশি কাতারে সমকামিতা নিষিদ্ধ। তাই বিশ্বকাপে সমকামী বা রূপান্তরকামীদের স্বাগত জানাতে রাজি নয় কাতার প্রশাসন।

ফলে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার ফুটবল প্রেমীদের জন্য একপ্রকার দুঃসংবাদ দিল কাতার প্রশাসন। খেলাধুলাকে ঘিরে পার্টি ও অবৈধ মেলামেশা করা ইউরোপ-আমেরিকার ক্রীড়াপ্রেমীদের অন্যতম বৈশিষ্ট্য। মাঠের মধ্যে খেলা উপভোগের পাশাপাশি মাঠের বাইরে অন্যরকম উপভোগের মশগুল থাকে তারা। তবে এবারে সতর্ক থাকতে হবে সেইসব দর্শকদের। না হলে একেবারে সাত বছর পরেই ফিরতে হবে নিজের দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *