আসানসোলে একটি ভার্চুয়াল মিটিং করেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: গতকাল ইলেকশন কমিশন থেকে ঘোষণা করা হয় যে রাজ্যে বৃহদ সংখ্যায় জনসমাগম নিয়ে প্রচার সভা বন্ধ হবে। সর্বাধিক ৫০০ জন মানুষ নিয়ে সভা গঠন করা যাবে এবং সেটিতেই ভার্চুয়ালি বাকি মানুষ উপস্থিত থাকতে পারবে।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিধি নিষেধ মেনে আজ দুর্গাপুরের আসানসোলে একটি ভার্চুয়াল মিটিং করেন যেখানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন আসানসোল ও তার সংলগ্ন অঞ্চলের প্রার্থীরা।

মাননীয়া মিটিং এ সরাসরি কেন্দ্রীয় সরকার কে রাজ্যে করোনার বৃদ্ধির জন্য দায়ী করেন।

তিনি বলেন ভোট প্রচারের প্রধনমন্ত্রী এতটাই লিপ্ত ছিলেন যে করোনার বিষয়টি একদমই উপেক্ষা করে দিয়েছেন।

ভারতে তৈরি ভ্যাকসিন এর ৬৫%-৭০% বিদেশে রপ্তানি করেছে কেন্দ্রীয় সরকার। রেল, BSNL, ব্যাঙ্ক থেকে শুরু করে সব কিছুই বিক্রি করে দিচ্ছেন।

করোনার প্রকপের বিষয়ে জ্ঞাতব্য থাকার পর ও কোনো রকম সুরক্ষা প্রদান করতে অক্ষম হয় প্রধানমন্ত্রী। এমনকি পশ্চিমবঙ্গে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারি কে পশ্চিমবঙ্গ ছেড়ে উত্তরপ্রদেশে অক্সিজেন সরবরাহ করার জন্য বাধ্য করা হয় কেন্দ্রীয় সরকার থেকে।

রাজ্যে করোনার সাথে মোকাবিলা করার জন্য যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে এবং সকলকে সঠিক নিরাপত্তা মেনে চলার কথা বলেন মাননীয়া।