তৈরি হলো ইতিহাস, গোটা বিশ্বের মুখে নাম ভারতের

ডেস্ক: দরজায় কড়া নাড়ছে আসন্ন তৃতীয় ঢেউ। দেশ জুড়ে সংক্রমণের মাত্রা কিছুটা কম হলেও সম্পূর্ণ থেমে যায়নি। আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করার প্রচেষ্টায় ভ্যাকসিন নেওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। এবং প্রয়োজন মতো ডোজও প্রতিটি রাজ্যকে সরবরাহ করেছে। দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার এই প্রচেষ্টাই তৈরী করলো ইতিহাস।

আসলে, দেশে চলতে থাকা টিকাকরণের অভিযানে শুক্রবার 27 শে অগাস্ট দেশে প্রথমবার এক কোটির বেশি লোকের টিকাকরণ হয়েছে। আর এই কারণেই ভারত বিশ্বের প্রথম দেশে হয়ে উঠেছে যেখানে একদিনে এক কোটি লোকের টিকাকরণ হয়েছে। ভারতের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় ভারত এই ইতিহাস রচিত করতে সক্ষম হলো। এবং ভারতের এর এই সাফল্যের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) ভারতকে সাধুবাদ জানায়।

WHO এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইট করেন, ভাতরের 50 শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রথম ডোজের ভ্যাকসিনেশন হয়ে গেছে। অর্থাৎ ভারতের 62 কোটি মানুষকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। সাথেই একদিনে এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার কারণে, ভারত সরকার ও দেশের স্বাস্থ্য কর্মীদের শুভেচ্ছা ও জানিয়েছেন।

দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উভয়েই ভারতের তৈরি এই ইতিহাসকে সাধুবাদ জানিয়েছেন। এবং অমিত শাহ বলেন দৃঢ় ইচ্ছা শক্তির কারণেই ভারত এমন ইতিহাস তৈরী করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *