দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমন্ত্রণ জানালো ছোটো ভাই, জেনে নিন কে সেই ব্যক্তি

ডেস্ক: খেলার মরসুম দুবাইয়ে। আসর বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবং এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমন্ত্রণ করলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী কে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইয়ের মতো দেখেন একথা প্রায়ই বলেন থাকেন তিনি। সৌরভের জন্মদিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেন। এবারে ভাইও দিদির প্রতি ভালোবাসা জানিয়ে তাকে আমন্ত্রণ করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

তবে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। সেখান থেকে আজ বিকেলেই উড়ান দেবেন গোয়ার সফরে। শুক্রবার গোয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার। সেগুলি মিটিয়ে শনিবার কলকাতায় ফিরবেন তিনি। সুতরাং বোর্ডের তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন কি না তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, সেই সিদ্ধান্ত তিনি গোয়া থেকে কলকাতায় ফেরার পথে নেবেন।

উল্লেখ্য, এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে অনুষ্ঠিত হলেও এর আয়োজক ভারতই। দেশে করোনা পরিস্থিতির জন্যই বিশ্বকাপ আমিরশাহীতে (UAE) সরাতে বাধ্য হয়েছে ভারতীয় বোর্ড।