পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: বাগুইহাটির ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশদের দায়িত্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে রাজ্য প্রশাসনের পর্যালোচনা বৈঠকেই পুলিশের ভূমিকায় নিজের মনোভাব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাগুইআটির জোড়া খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে৷ সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি-কে৷ একই সঙ্গে ঘটনার তদন্তের দায়িত্বে থাকা বাগুইআটি থানার এসআই পদমর্যাদার অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে৷

তবে শুধু বাগুইআটি থানার আইসি নন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের অনেকেও যে নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বাড়িতে বসে থাকছে। ভাবছে সেখান থেকেই অফিস চলবে। কোনও কোনও পুলিশ কিছু কাজ করছে না আর তার জন্য পার্টির বদনাম হচ্ছে।

মধ্যরাতে বিভিন্ন এজেন্সি অনেকের বাড়িতে চলে যাচ্ছে। পুলিশের কাছে কোনও খবর থাকছে না।” প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

এর পাশাপাশি এই বৈঠক থেকেই উত্তর ২৪ পরগণার জেলাশাসককে সব পুলিশ জেলার এসপি, কমিশনারদের নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্রুত বৈঠকে বসে কমিশনাকেট, পুলিশ জেলা কেমন কাজ করছে, কোথায় কী সমস্যা রয়েছে তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বাবুইআটি খুনের ঘটনায় তদন্তের ভার সিআইডি র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম বলেন, পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন । এই দুঃখের সময় ওই পরিবার গুলির পাশে আছি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *