“মা সারদার পুনর্জন্ম মমতা”, এই বক্তব্যে কি বলল রামকৃষ্ণ মঠ ও মিশন

ডেস্ক: তৃণমূল বিধায়ক নির্মল মাজির বক্তব্য কে ঘিরে তৈরি হয়েছে শোরগোল। তৃণমূল বিধায়কের এই বক্তব্যতে সারদা দেবীর মর্যাদাহানি হয়েছে এমনটাই বিবৃতি দেয়া হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে।

‘মা সারদার পুনর্জন্ম মমতাবন্দ্যোপাধ্যায়’এমনটাই বক্তব্য নির্মল মাজির। তার কথায় , ‘মা সারদা মৃত্যুর কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের সতীর্থ সন্ন্যাসীদের বলেছিলেন, আমি কালীঘাট মন্দিরে যাই। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে দিদি যেখানে থাকেন, সেই রাস্তা দিয়ে তিনি যেতেন। মা সারদা বলেছিলেন, মৃত্যুর এত দিন পরে কালীঘাটের কালীক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা সেই অঙ্ক মিলিয়ে দিচ্ছে।’

নির্মল আরও বলেন, ‘তিনিই (মমতা) মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সিস্টার নিবেদিতা, খড়ের দুর্গা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে তাঁর জন্ম। তাই মানুষের জন্ম থেকে মৃত্যু সবেতেই তিনি পাশে রয়েছেন।’

তাই এরকম মন্তব্য বিবৃতি জারি করে অখণ্ড করল রামকৃষ্ণ মিশন ও মঠ। ওই বিবৃতিতে বলা হয়েছে, নির্মলের বক্তব্যে সারদাদেবীর মর্যাদাহানি হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন এবং এর ফলে অগনিত মানুষের আবেগে আঘাত লেগেছে। তবে ওই ভিডিয়োতে নির্মলের নাম করা হয়নি। তাঁর উল্লেখ করা হয়েছে ‘এক রাজনৈতিক নেতা’ হিসেবে।

স্বামী সুবীরানন্দ বলেছেন, ‘আমাদের পরম আরাধ্যা সারদাদেবীর মর্যাদাহানি করেছেন। ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনও উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের এই অসম্মান দুঃসহ বলে মনে হচ্ছে।’ সারদা মায়ের কথা বলতে গিয়ে সুবীরানন্দ যোগ করেন, ‘তিনি শুধু মহীয়সী নারীই নন, তিনি সীতা, রাধারানি, বিষ্ণুপ্রিয়াদেবী পর্যায়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব।’ ভবিষ্যতে যাতে এমন মন্তব্য কেউ না করেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে সেই আবেদনও জানিয়েছেন স্বামী সুবীরানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *