গোটা বিশ্বের 13 টি শক্তিশালী দেশ পিছনে ফেলে জনপ্রিয় নেতার তালিকায় শীর্ষে মোদী, জানা গেল এর পিছনে থাকা আসল কারণ

ডেস্ক: সম্প্রতি মার্কিন সংস্থার এক সমীক্ষায় জানা যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী। তিনি গোটা বিশ্বের থেকে 70 শতাংশ সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 13 টি দেশের রাষ্ট্রপ্রধান কে পেছনে ফেলেছেন। কয়েকশো কোটি ডলার এর এই মার্কিন সংস্থার ‘মর্নিং কলসাল্ট’। এই সংস্থাটি প্রতি সপ্তাহে বিশ্বের সবথেকে শক্তিশালী 13টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তা বিচার করে।

আর সেই রূপই একটি সমীক্ষায় তারা শনিবার তাদের যে ফল প্রকাশ করেছে তার মাধ্যমে জানা যায় এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের 13 টি শক্তিশালী দেশ কে একেবারে পেছনে ফেলে 70% জনসমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার তারপরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্রাডারের নাম। তিনি পেয়েছেন 68% সমর্থন। তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এবং 52% জনসমর্থন নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। 48 শতাংশ মানুষের সমর্থন পেয়ে যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 45% সমর্থন নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। 41% সমর্থন নিয়ে সপ্তম স্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছে অষ্টম স্থান, কাকে 40 শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। নরেন্দ্র মোদী কি করে পেলেন প্রথম স্থান? আর কেনই বা পঞ্চম স্থানে জো বাইডেন? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, অলিম্পিক এবং প্যারালিম্পিকে ভারতের অসাধারণ সাফল্যের কারণে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেড়েছে। অন্যদিকে আফগানিস্তানে সেনা প্রত্যাহার করার কারণেই জো বাইডেনের জনপ্রিয়তা কমেছে।