মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন নরেন্দ্র মোদি

ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রচার করতে এসেছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার দিদি ও দিদি বলে সম্বোধন করেন তিনি।

এই শ্লোগান সেই সময় একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। বিষয়টি তৃণমূল সমর্থকদের কাছে অপমান জনক হয়ে উঠলেও, বিজেপি সমর্থকদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বাংলায় বিজেপির মুখ থুবড়ে পরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা থেকে শোনা যায় অন্য রকম সুর।

এই ভোটে মোদি মমতা তিক্ততার একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু ভোট শেষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন, দেশের অন্যান্য জননেতারা যখন তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কে জানে ব্যস্ত হবেন হয়তো।”

কিন্তু পরবর্তী কালে মোদি জী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন শুভেচ্ছা জানিয়েছেন কি না সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।