একসময় ছিল বাবা মেয়ের সম্পর্ক, এখন জুটি বেঁধে হয়েছেন স্বামী-স্ত্রী

ডেস্ক: 12 বছর আগে স্টার জলসায় জনপ্রিয় হয়েছিল ধারাবাহিক ‘বউ কথা কও’। সেখানেই সাগর সেন ও তার মেয়ে মিলি র চরিত্রটি বেশ পছন্দ করেছিলেন দর্শক। আজ এত বছর পরেও সেই ধারাবাহিকে বাবা মেয়ের সম্পর্ক মনে রেখেছে মানুষ।

এবার সেই বাবা-মেয়েই জুটি বাঁধলেন স্বামী-স্ত্রীর চরিত্রে। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই!! বউ কথা কও সিরিয়ালে সম্রাট মুখার্জী সাগর সেনের চরিত্রে অভিনয় করেছিলেন। এবং ঋত্বিকা সেন অভিনয় করেছিলেন তার মেয়ে মিলির চরিত্রে।

এবার হঠাৎই জানা যায় বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের মিউজিক ভিডিওতে সম্রাট মুখার্জী র স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋত্বিকা সেন। সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে সবার আগেই লিখেছিলেন এটাই জীবনে বৃত্ত। এইবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ঋত্বিকা।

তিনি জানিয়েছেন, সম্রাটের স্ত্রী চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে তিনিও প্রথমে চমকে গিয়েছিলেন। কারণ তার মতে, এত বছর পরও সাগর সেন ও মিলিকে দর্শক মনে রেখেছে। কিন্তু এর পাশাপাশি ঋত্বিকা মনে করেন, অভিনেত্রী হিসেবে ছুঁতমার্গ থাকা উচিত নয়। সব চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া উচিত। তবে তার জীবনে এই ঘটনা দ্বিতীয়বার নয়, এর আগেও ঘটেছে।

 

View this post on Instagram

 

A post shared by rittika world (@rittika_world)

2007 সালে ‘বর আসবে এখুনি’ সিনেমাতে যিশু সেনগুপ্তের সঙ্গে যখন ঋত্বিকা অভিনয় করেছিলেন তখন তার মাত্র 7 বছর বয়স ছিল। কিন্তু এর বহুদিন পরে টিনেজ ঋত্বিকা ‘আরশিনগর’ সিনেমাতে যীশু সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। তবে 12 বছর আগে যাকে বাবা বলে ডাকত, সেই সম্রাটের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে একটু সংকোচ হত ঋত্বিকার। সেই সময় তার মনে হতো, সম্রাট কি ভাবছেন! প্রকৃতপক্ষে তিনি সম্রাটকে বাবা হিসেবেই মানতে শুরু করেছিলেন সেই সময়। এই কথা তিনি সম্রাট কেও বলেছিলেন।

তবে বাবা মেয়ের জুটি বর্তমানে স্বামী-স্ত্রীতে পরিণত হওয়ার বিষয়টিকে হজম করতে পারেননি দর্শকেরা। কেউ কেউ সমালোচনার পাশাপাশি শুভেচ্ছাও জানিয়েছেন। তবে সে দিকে নজরপাত না করে ঋত্বিকা জানিয়েছেন, বয়সে বড় নায়ক দের সাথে জুটি বেঁধে কাজ করলে তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখার থাকে। সম্রাট একসময় ঋত্বিকা কে বলতেন, ঋত্বিকা তার নায়িকা হবেন অবশেষে তাই সত্যি হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *