দিল্লিবাসীর দরজায় পৌঁছে যাবে অক্সিজেন, অভিনব চিন্তাভাবনা কেজরিওয়ালের

ডেস্ক: কোরোনার সুনামিতে বেসামাল গোটা দেশ।
কিন্তু এর বেশিরভাগ প্রভাবটাই পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে। বর্তমানে দিল্লি ব্যাপক ক্ষতিগ্রস্ত এর মধ্য দিয়ে যাচ্ছে চারিদিকে শোনা যাচ্ছে মানুষের আর্তনাদ ও ফুটে উঠছে মৃত্যুর দৃশ্য। অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে বহু মানুষ সৎকারের জায়গার অভাবে মৃতদেহের লম্বা লাইন দেখা গিয়েছে দিল্লিতে।
পরিস্থিতি সামাল দিতে দিল্লির রাজ্য সরকার আম-আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসী কে আশ্বাস দেয় অক্সিজেনের অভাব মেটানোর জন্য কোরোনা রোগীর বাড়িতে পৌঁছে দেয়া হবে অক্সিজেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা নিয়ন্ত্রণের সরকারের তৎপরতার বার্তা দেন তিনি।

কেজরিওয়াল জানালেন শনিবার থেকেই রাজ্যে চালু হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যাংক। তিনি এও জানান, যেহেতু বাড়িতে রোগীর অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।সময়মতো অক্সিজেন দেওয়া না হলে রোগীদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যেতে হচ্ছে। অনেক সময় তাদের মৃত্যুর কাছে হার মানতে হচ্ছে। তাই সেসব রোগীদের কথা মাথায় রেখে অক্সিজেনের দ্রুত যোগান দেওয়ার ব্যবস্থা করা হবে।

করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও তাদের কয়েকদিনের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হবে। আক্রান্ত ব্যক্তির প্রয়োজন মত মজুত থাকবে চিকিৎসক এবং প্রয়োজন পড়লে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সেই কনসেন্ট্রেটর ফিরিয়ে নেওয়া হবে না।

এই চিন্তা-ভাবনার উপস্থাপনার জন্য তারা রাজ্য সরকার থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয় যেটা কে ফোন করলে দু ঘন্টার মধ্যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেন্ট্রেটর।

Helpline no. ১০৩১

করোনার ঢেউ বিপর্যস্ত করেছে দিল্লিকে। তবে সংক্রমণের হার কমতে শুরু করেছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬৫০০ জন ব্যক্তি। ১১ শতাংশ কমেছে কোভিড সংক্রমণের হার। মুখ্যমন্ত্রী আরও জানান গত ১৫ দিনেআইসি ICU বেড চালু করা হয়েছে।