টিএমসির প্রতিষ্ঠা দিবসে ভাটপাড়াকে নির্ভীক করার শপথ নিলেন প্রিয়াঙ্গু পান্ডে

ভাটপাড়া: তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবসে উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া বিধানসভা এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন নেতা ও কর্মীরা। তৃণমূল নেতা ও জেলার RTA সদস্য প্রিয়াঙ্গু পান্ডেও কাঁকিনাড়ার বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলন করে কর্মীদের উৎসাহিত করেন। এসময় তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে ভাটপাড়া সহ আশপাশের এলাকাকে অপরাধী ও অসামাজিকদের কবল থেকে মুক্ত করার শপথ নেন।

তিনি বলেন, “১৯৯৮ সালের ১লা জানুয়ারি, দেশের দ্রুত বর্ধনশীল নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠিত হয়। 24 বছরে, তৃণমূল কংগ্রেস একটি ছোট আঞ্চলিক দল থেকে বড় শক্তিতে পরিণত হয়েছে। জাতীয় রাজনীতিতে আজ দেশের কোটি কোটি মানুষ তৃণমূলের উপর আস্থা রাখছে। মানুষ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। তাই বাইরের অন্যান্য রাজ্যেও তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন পাচ্ছে। গোয়াতেও আমাদের সরকার গঠিত হবে। একই সঙ্গে গোটা দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।”

এই দিনে, প্রিয়াঙ্গু পান্ডে স্কুলের শিশুদের পাঠ্যপুস্তক এবং ব্যাগ বিতরণের পাশাপাশি যুবকদের মধ্যে ফুটবল বিতরণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি নববর্ষে তিনি অঞ্চলের হনুমান মন্দিরে পূজা ও হবন করেন। এসময় তিনি অঞ্চলের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থের জন্য কামনা ও প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *