রামনবমী উপলক্ষকে কেন্দ্র করে বের হল সাঁকরাইলে অস্ত্রমিছিল

ডেস্ক: রামনবমী উপলক্ষকে কেন্দ্র করে বের হলো সাঁকরাইলে অস্ত্রমিছিল। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে রামনবমীর প্রাক্কালে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় সাঁকরাইলের মানিকপুরে।

যেখানে অস্ত্র হাতে মিছিলে অংশ নেন বেশ কিছু যুবক। তাদের প্রত্যেক এর হাতে অস্ত্র। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়। রাজগঞ্জ রথ তলা মেলা মাঠ থেকে মানিকপুর বেলতলা পর্যন্ত প্রায় দু’ কিলোমিটার রাস্তায় এই মিছিল হয়।

KMC ওয়ার্ড ৫০ এর বিজেপি নেতা সজল ঘোষ এই মিছিল সম্বন্ধে বলেন,ভারতবর্ষে একটাই আইন হওয়া উচিত। অস্ত্র মিছিল যদি আমাদের না হয় তাহলে অন্যদেরও হবে না। এটা অস্ত্র মিছিল নয় ভারতবর্ষের পরম্পরা অনুযায়ী এটাকে বলা হয় সস্ত্র মিছিল। সস্ত্র পূজন।

তার মতে এই পুজো , এই শিক্ষা আদি কাল থেকে চলে আসছে। প্রত্যেক এর শিরায় শিরায় এই পুজো আছে। এই অস্ত্র দুর্বল এর ওপর প্রয়োগের জন্য নয়। এই অস্র অসুর দের বধ করার জন্য।

এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চে প্রতীকী ওয়াশিং মেশিন নিয়ে ওনাকে কটাক্ষ করে বলেন ” ওনাকেও ধোবো আমরা, ওই ওয়াশিং মেশিনেই ঢোকাবো আমরা, কোনো চাপ নেই। কালো ঢোকাবো সাদা হয়ে বেড়াবে ” .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *