93 টাকা কিলো টম্যাটো! সবজিতে হাত রাখতেই ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা

ডেস্ক: পেট ভরাতে গিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে খাদ্যপ্রেমীদের। শাক-সবজির লাগাতার মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতাদের। সেই পুজোর পর থেকে শুরু। লক্ষ্মী পুজোর আগের দিন রীতিমত আগুন বইছিল বাজারে। সবজিতে হাত রাখতেই ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। মাছ-মাংস- সবজি-ফল সবেরই দাম আগুন।

এমন দাম বাড়ার পিছনে মূল কারণ জানতে শনিবার সকালে সল্টলেকের বিভিন্ন মার্কেটে EB (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) র আধিকারিকরা হানা দেন। সেখান মাছ, মাংস থেকে ফল সবজি বিক্রেতাদের সাথে কথা বলেন। মার্কেটের খুচরো বিক্রেতারা কোথায় থেকে সবজি কিনছেন, কতো দামে কিনছেন এবং সেই দ্রব্য কতো দামে বিক্রি করছেন এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করেন EB আধিকারিকরা।

পাশাপাশি বিক্রেতারা জিনিসপত্র মজুত করে কালোবাজারি করছে কি না সমস্ত কিছুই খতিয়ে দেখেন তারা। তবে জিজ্ঞাসাবাদের পর যেই তথ্য সামনে আসে তার থেকে জন্য যায়, বৃষ্টি ও তেলের মূল্য বৃদ্ধির কারণে দাম বাড়ছে। মূল্যবৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উৎসবের মরশুমেও ক্রমেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

Rising prices of vegetables

দেশের প্রায় 100 টিরও বেশি কেন্দ্র থেকে সংগ্রহ করা সরকারি তথ্য অনুযায়ী, যে পেঁয়াজের দাম গতমাসে কিলোপ্রতি 28 টাকা ছিল, এই মাসে সেটাই বৃদ্ধি পেয়ে 39 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রায় এক বছর আগে পেঁয়াজের গড় দাম 46 টাকা প্রতি কেজি ছিল।

রবিবার, টম্যাটো গড়ে 45 টাকা প্রতি কিলোতে বিক্রি হয়েছে, গত মাসেই টম্যাটোর দাম ছিল 27 টাকা প্রতি কিলোগ্রাম। এক বছর আগে সেপ্টেম্বর মাসে টম্যাটোর দাম ছিল 41 টাকা প্রতি কিলোগ্রাম। সরকারি পরিসংখ্যামন থেকে জানা গিয়েছে কলকাতাতে 93 টাকা কিলোগ্রাম দরে বিকোচ্ছে টম্যাটো। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে দেশে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আগামি দিনে টম্যাটোর দাম আরও বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া ও হুগলি থেকে সবজি আসে কলকাতার বাজারে। এবং সেই সমস্ত জেলা গুলিতে বৃষ্টি, বন্যার কারণে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি পেট্রোপণ্যের লাগাতার দাম বেড়ে চলা কেও দায়ী করেছে EB আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *